অনলাইনডেস্ক:- ব্যালট ছিনতাইয়ের ঘটনায় স্থগিত হওয়া ময়মনসিংহ-৩ (গৌরীপুর)আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি।
এ নিয়ে জাতীয় সংসদে আওয়ামী লীগের সদস্যদের সংখ্যা দাঁড়াল ২২৩ জন।
প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর ভোটের ব্যবধান ওই কেন্দ্রের মোট ভোটের চেয়ে কম হওয়ায় আসনটির ফলাফল স্থগিত করেছিল নির্বাচন কমিশন।
স্থগিত হওয়া কেন্দ্রে ১হাজার ২৯৫ভোট পেয়েছেন নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৩৫৫ভোট।
গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের স্থগিত হওয়া ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজ শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়,যা চলে বিকাল ৪টা পর্যন্ত।
ইসির জনসংযোগ পরিচালক মো:শরিফুল আলম জানিয়েছেন,৭জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সময় একটি কেন্দ্রে অনিয়মের কারণে ভোটগ্রহণ বাতিল করে ইসি।গৌরিপুরের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় নামে ওই কেন্দ্রে মোট ভোটার ৩হাজার ৩২জন।এর মধ্যে নিলুফার আনজুম পপি পেয়েছেন ১হাজার ২৯৫ভোট।আগে ময়মনসিংহ-৩আসনে মোট ৯২টি কেন্দ্রে পেয়েছিলেন ৫৩হাজার ১৯৬ভোট পেয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে আগে পেয়েছিলেন ৫২হাজার ২১১ভোট।আর আজ পেয়েছেন ৩৫৫ভোট।বিজয়ী নিলুফার আনজুম পপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের স্ত্রী।
Copyright © 2015-2024 tokdernews.com