ব্যবস্থাপনা পরিচালক:-মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ:- রংপুর ৪ আসনের আবারো নৌকার জয় হল।অনলাইন তোকদার নিউজ এর বিশেষ উপদেষ্টা জনাব মোঃটিপু মুন্সি এমপি মহোদয় এবারও বিপুল ভোটে জয়লাভ করেন।অনলাইন তোকদার নিউজ এর পরিবারের পক্ষ থেকে তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই।
সে যেন আগামী দিনগুলোতে রংপুর ৪আসনে পীরগাছা ও কাউনিয়ার উন্নয়ন ধারা সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন।
আজ রবিবার রাতে বেসরকারিভাবে বিজয়ী হন তিনি।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪আসন থেকে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।তারা হলেন-রংপুর-৪আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃটিপু মুন্সি(নৌকা)১,১৫,০০০/-হাজার ভোট পেয়ে আজ রবিবার রাতে বেসরকারিভাবে বিজয়ী হন তিনি।
জাতীয় পার্টির মো:মোস্তফা সেলিম বেঙ্গল(লাঙ্গল)৪৩,০০০/-হাজার ভোট,স্বতন্ত্র দলের প্রার্থী মো:সিরাজুল ইসলাম(ডাব)।