জয়পুরহাট প্রতিনিধি:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (কালাই,ক্ষেতলাল ও আক্কেলপুর)আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন বিজয়ী।
আজ রবিবার রাতে বেসরকারিভাবে বিজয়ী হন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২আসন থেকে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।তারা হলেন-জয়পুরহাট-২আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন (নৌকা),ন্যাশনাল পিপলস পার্টির(এনপিপি)মো:আবু সাঈদ(আম),জাতীয় সমাজতান্ত্রিক দলের(জাসদ)প্রার্থী মো:আবুল খায়ের সাখাওয়াত হোসেন(মশাল),বাংলাদেশ কংগ্রেসের মো:নয়ন(ডাব)জাতীয় পার্টির মো:আবু সাঈদ নুরুল্লাহ(লাঙ্গল)স্বতন্ত্র থেকে মো:গোলাম মাহফুজ চৌধুরী ওরফে অবসর(কাঁচি)মো:আব্দুর রাজ্জাক সরদার(ঈগল) এবং মো:আতোয়ার রহমান মন্ডল(ট্রাক)।
জয়পুরহাটের দুই আসনে মোট পাঁচটি উপজেলা ও পাঁচটি পৌরসভা।আর ইউনিয়ন ৩২টি।মোট ভোটার সংখ্যা ৭লাখ ৭৯হাজার ৬৯৯জন।পুরুষ ভোটার ৩লাখ ৮৭হাজার ৬৩৪জন,নারী ভোটার ৩লাখ ৯২হাজার ৫৮জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৭জন।আসনভিত্তিক ভোটার হিসাব করলে জয়পুরহাট-১(সদর ও পাঁচবিবি)আসনে ৪লাখ ৪৩হাজার ৭২৭জন এবং জয়পুরহাট-২(আক্কেলপুর,ক্ষেতলাল ও কালাই)আসনে ৩লাখ ৩৫হাজার ৯৭২জন ভোটার রয়েছে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।