নিজস্ব প্রতিনিধি:- বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেন,বিএনপি-জামায়াত নির্বাচন বিরোধী নানা ষড়যন্ত্র করছে।দেশকে এগিয়ে নিতে বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধে জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দেবে।৪জানুয়ারি বৃহস্পতিবার পীরগাছায় উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
টিপু মুন্সী বলেন,যারা আগুন-সন্ত্রাসী করে,জনগণ তাদের চায় না। বিএনপি-জামায়াত বিভিন্নভাবে নির্বাচন থেকে জনগণকে সড়ে দাঁড়াতে নানাভাবে প্রচার চালাচ্ছে।আপনারা ভোটের মাধ্যমে এর সঠিক জবাব দেবেন।আপনারা সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিবেন।নেতাকর্মীদের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী বলেন,আমাদের এবারের চ্যালেঞ্জ প্রতিপক্ষ লাঙ্গলের সেলিম বেঙ্গল নয়।বরং আমাদের চ্যালেঞ্জ ভোটার উপস্থিতি বাড়ানো।আমি বিগত নির্বাচনে এ আসনে ২লক্ষ ভোটে বিজয়ী হয়ে ছিলাম।এবারও আপনারা আগের চেয়ে বেশি ভোট দিয়ে এই আসন প্রধানমন্ত্রীকে উপহার দিবেন।
বেকারত্ব সমস্যা নিয়ে ভোটাররা জানতে চাইলে তিনি বলেন,এখন গ্যাস এসেছে,আর বেকারত্ব থাকবে না।আমি ৫০হাজার যুবকের কর্মস্থানের ব্যবস্থার করবো।এ সময় উপস্থিত ছিলেন রংপুর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি,পীরগাছা উপজেলা সভাপতি মোঃতসলিম উদ্দিন,সাধারণ সম্পাদক মোঃআব্দুল্লাহ আল মাহমুদ মিলন প্রমুখ।
Copyright © 2015-2024 – tokdernews.com
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।