অনলাইনডেস্ক:- কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন,অনেক বয়স হয়েছে আমার, জানি না আর কতদিন বাঁচবো।হয়তো বয়সের কারণে কিংবা শারীরিক কারণে আর নির্বাচনে না-ও আসতে পারি।শরীর ভালো থাকলে,আল্লাহ কবুল করলে আবারও নির্বাচন হতে পারে।আমি বলছি না এটাই আমার শেষ নির্বাচন কিন্তু আমার ধারণা হতে পারে এটাই আমার শেষ নির্বাচন।
রবিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ডাবাইল বাজারে গামছা মার্কার পথসভায় তিনি এসব কথা বলেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন,একাত্তর সালে সবাই যখন পালাইয়া গেছিলো আমি তখন মুক্তিযুদ্ধ করেছি।মা-বোনের ইজ্জ্বত বাঁচাইছি।এটার কি কোনো মূল্য নাই?এই গামছা মার্কা কি আমি বানাইছি?সখীপুর-বাসাইলের মানুষেরা এই গামছা মার্কা তৈরি করেছে।আমার বিশ্বাস আগামী ৭জানুয়ারি নিজেদের মার্কায় নিজেরা ভোট দিবে।
এ পথসভায় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব,বহেড়াতৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম আহ্বায়ক আসলাম সিকদার নোভেলসহ অন্যান্য নেতা-কর্মীরা বক্তৃতা করেন।
Copyright © 2015-2023 tokdernews.com
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।