বিভাগীয়প্রতিনিধি:- রংপুর-কুড়িগ্রাম রেললাইনের রাজারহাট উপজেলার ঠাঁটমারী বদ্ধভূমি এলাকার পাশ্ববর্তী রেল সেতুর লাইনের কিছুসংখ্যক হুক বোল্ট(নাট)চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার(১৯ডিসেম্বর)বিকালে কুড়িগ্রাম রেল স্টেশন মাস্টার মো:শামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়,কুড়িগ্রাম-রংপুর রেললাইনের ঠাঁটমারী বদ্ধভূমি এলাকায় অবস্থিত রেলসেতুর উপরের স্লিপারের নাট কে বা কারা খুলে নিয়ে যায়।এ ঘটনায় দুপুরে রেল ওয়েম্যান কুড়িগ্রাম রেল স্টেশন মাস্টারকে খবর দিলে তারা উপস্থিত হয়ে রেল লাইনের সংস্কারের কাজ শুরু করে।
এ ঘটনায় কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ, পুলিশ সুপার(এসপি)আল আসাদ মো:মাহফুজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।কুড়িগ্রাম রেল স্টেশন মাস্টার মো:শামসুজ্জোহা বলেন,হারিয়ে যাওয়া নাটকগুলোর স্থলে নতুন নাট বসানো হয়েছে।এখন রেল চলাচলে কোন সমস্যা নেই।
কুড়িগ্রামের পুলিশ সুপার(এসপি)আল আসাদ মো:মাহফুজুল ইসলাম বলেন,ঘটনাস্থল পরিদর্শন করেছি।রেল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছি,নাট চুরির বিষয়টি নাশকতা সৃষ্টি নয়,নাটগুলো কেউ চুরি করে নিয়েছে।ঘটনাস্থলে রেল বিভাগ কাজ করেছে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।