অনলাইনডেস্ক:- নির্বাচনী অপরাধ আমলে নেয়া ও সংক্ষিপ্ত বিচারের জন্য আগামী ৫থেকে ৯জানুয়ারি পর্যন্ত ৬৫৩জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।গত কালকে সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের আইন-১শাখার সহকারী সচিব মো:আল-আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে,বাংলাদেশ নির্বাচন কমিশন প্রদত্ত ক্ষমতাবলে আইন ও বিচার বিভাগ,আইন,বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে নির্বাচনী এলাকায় ৬৫৩জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে ভোটগ্রহণের পূর্বের দুইদিন,ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুইদিন(৫জানুয়ারি হতে ৯জানুয়ারি)তারিখ পর্যন্ত মোট পাঁচদিনের জন্য ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ প্রদান করলো।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী,ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী অপরাধ আমলে নিয়ে ব্যালট পেপার ছিনতাই,ব্যালট পেপার ধংস করা,ব্যালট বক্স ছিনতাই,ভোটদানে বাধা দেওয়া বা বাধ্য করা,ভোটকেন্দ্রের পরিবেশকে ভোটের উপযোগী না রাখা-এসব অপরাধের সংক্ষিপ্ত বিচার করতে পারবেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী,১৮ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৯দিন নির্বাচনী প্রচার চালাতে পারবেন প্রার্থীরা।আগামী ৭জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।