অনলাইনডেস্ক:- বলিউডের প্রবীণ অভিনেত্রী তনুজাকে অসুস্থ অবস্থায় মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।বর্তমানে আইসিইউ-তে রাখা হয়েছে ৮০বছর বয়সি তনুজাকে।
অভিনেত্রী তনুজা সমর্থ পরিচালক কুমারসেন সমর্থ এবং অভিনেত্রী শোভনা সমর্থের কন্যা তিনি।১৯৭৩সালে পরিচালক সমু মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়।তাঁদের দুই কন্যা কাজল এবং তানিশা।হিন্দি এবং বাংলা সিনেমাজগতে পরিচিত মুখ তিনি।
১৯৫০সালে দিদি নূতনের সঙ্গে হামারি বেটি ছবিতে অভিনয়ে দিয়ে তনুজার হাতে খড়ি।১৯৬০সালে ছাবিলি-তে অভিনয় করেন।১৯৬১ সালে হামারি ইয়াদ আয়েগি ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন।
এই সময় তিনি বাংলা এবং হিন্দি ছবিতে সমান্তরাল ভাবে কাজ করতে থাকেন।১৯৬৩সালে উত্তম কুমারের বিপরীতে দেয়া নেয়া ছবিতে অভিনয় করেন।এ ছাড়াও ১৯৬৭সালে অ্যান্টনি ফিরিঙ্গি ১৯৬৯-এ তিন ভুবনেরর পারে এবং প্রথম কদম ফুল ১৯৭০-এ রাজকুমারী’তে অভিনয় করেন।