অনলাইনডেস্ক:- মার্কিন মুদ্রা ডলারের দর আরও ২৫পয়সা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো।
বুধবার বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ডলারের দর নির্ধারণের দায়িত্বে থাকা দুই সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ(এবিবি)ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন(বাফেদা)জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নেয়।
নতুন দর আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী,প্রতি ডলারে ২৫পয়সা কমানোর ফলে ডলারের ক্রয় দর হবে ১০৯টাকা ৫০পয়সা।আর বিক্রয় দর হবে ১১০টাকা।
দেশের মুদ্রা বাজারে ডলারের স্থিতিশীলতা তৈরি হওয়ায় মুদ্রাটির দাম তৃতীয় দফায় কমানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম।তিনি আরো বলেন,ভবিষ্যতে ডলারের দাম আরও কমবে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।