অনলাইনডেস্ক:- সিলেটে অনেক দিন পর সাদা পোশাকে খেলতে নেমেছিল টাইগাররা।তবে টেস্ট খেলাটা টেস্টের ধাঁচে খেলতে পারেনি নাজমুল হোসেন শান্তর।নিজেদের প্রথম ইনিংসের প্রথম দিনেই ৯উইকেট হারিয়ে ৩১০রান তুলেছে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের সামনে স্থির হয়ে দাঁড়াতে পারেনি টাইগারদের অধিকাংশ ব্যাটার।
তবে আলাদা করে নজর কেড়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয়।১৬৬ বলে ৮৬রানে দুর্দান্ত ইনিংস খেলেছেন এই তরুণ ব্যাটার।তিনে নামা নাজমুল শান্ত ও চারে নামা মমিনুল হক দুজনেই ফিরেছেন ব্যক্তিগত ৩৭ রান করে।তবে মুমনিুল ৭৮বলে করেছেন এই রান,আর শান্ত খেলেছেন টি-টোয়েন্টি মেজাজে।৩৫বলে তিনি ৩৭রান তুলেছেন।
এরপর আর টাইগারদের কোনো ব্যাটার ৩০রানের ঘর পেরোতে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে গ্লেন ফিলিপস নিয়েছেন সর্বোচ্চ ৪উইকেট।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ।এই সিরিজ দিয়ে আরেকটি টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে প্রবেশ করল বাংলাদেশ।২০২৩-২০২৫চক্রে নিউজিল্যান্ডেরও এটি প্রথম সিরিজ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এ ম্যাচ দিয়ে টেস্ট ফিরছে পাঁচ বছর পর।১৩তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে নাজমুল হোসেন শান্তর।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।