অনলাইনডেস্ক:- দ্বাদশ সংসদ নির্বাচনে দলের মনোনীত ২৮৯টি আসনের প্রার্থীর তালিকা প্রকাশ করেছে জাতীয় পার্টি(জাপা)।
আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই নাম ঘোষণা দেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।
জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেলেন যারা :-
রংপুর-৩ ও ঢাকা-১৭:-গোলাম মোহাম্মদ(জি,এম)কাদের,ঢাকা-১:-সালমা ইসলাম,ঢাকা-৩:-মনির সরকার,ঢাকা-৪:-সৈয়দ আবু হোসেন বাবলা,ঢাকা-৬:-কাজী ফিরোজ রশীদ,ঢাকা-১২:-খোরশেদ আলম,ঢাকা-১৫:-মো:শামসুল হক,গাজীপুর-২:-জয়নাল আবেদিন,সিরাজগঞ্জ-৫:-মো:ফজলুল হক,পাবনা-৪:-রেজাউল করিম,যশোর-২:-ফিরোজ শাহ,যশোর-৬:-জি এম হাসান,খুলনা-৫:-মো:শহীদ আলম,সাতক্ষীরা-৪:-মো:মাহবুবর রহমান,ভোলা-১:-মো:শাহজাহান মিয়া,ভোলা-৪:-মো:মিজানুর রহমান,বরিশাল-৩: গোলাম কিবরিয়া,বরিশাল-৬:-নাসরিন জাহান রত্না,টাঙ্গাইল-৩:-মো: আবদুল হালিম,টাঙ্গাইল-৫:-মো:মোজাম্মেল হক,টাঙ্গাইল-৭:-জহিরুল ইসলাম,জামালপুর-২:-মোস্তফা আল মাহমুদ,জামালপুর-৫:-জাকির হোসন খান,শেরপুর-৩:-মো:সিরাজুল হক,ময়মনসিংহ-১১:-মো:হাফিজ উদ্দিন,নেত্রকোনা-৫:-ওহিদুজ্জামান আজাদ,কিশোরগঞ্জ-৩:-মুজিবুল হক চুন্নু,মানিকগঞ্জ-২:-এস এম আবদুল মান্নান,ফেনী:-১:-শাহরিয়ার ইকবাল,নারায়ণগঞ্জ-৫:-সেলিম ওসমান।
মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম দেখতে এখানে ক্লিক করুন।
উল্লেখ্য,নির্বাচনকে ঘিরে গত ২০নভেম্বর থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পার্টি।দলটির মনোনয়নপত্র বিক্রি চলে ২৪ নভেম্বর পর্যন্ত।এই সময়ে ১হাজার ৭৫২জন জাপা থেকে মনোনয়ন ফরম কিনেন।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।