অনলাইনডেস্ক:- বিশ্বকাপের শুরুতে প্রথম দুই ম্যাচ হারায় অনেক সমালোচনাই শুনতে হয়েছিল অস্ট্রেলিয়ার।অথচ প্রায় দেড় মাসের লড়াই শেষে তারাই চ্যাম্পিয়ন।শিরোপার খাতায় নাম লেখালো ষষ্ঠবারের মতো।একতরফা খেলে অস্ট্রেলিয়া ম্যাচটি জিতেছে ৬উইকেট আর ৪২বল হাতে রেখে।
প্যাট কামিন্স জানালেন, সেরাটা তারা জমিয়ে রেখেছিলেন শেষের জন্যই।বোলিং তো বটেই,কামিন্সের নেতৃত্ব ছিল প্রশংসা করার মতো।তাই তো দিনশেষে তার হাতেই উঠলো শিরোপা।
চ্যাম্পিয়ন হয়ে অজি অধিনায়ক বলেন,আমি মনে করি আমরা আমাদের সেরাটা ফাইনালের জন্য জমিয়ে রেখেছিলাম।পুরো আসরেই বেশিরভাগ সময় আমরা আগে ব্যাট করেছি।ভেবেছিলাম পরে ব্যাট করা খেলার জন্য আজকের রাতটি বেশ ভালো।
তারা(সতীর্থরা)দুর্দান্ত খেলেছে।আমরা বুড়ো দলে পরিণত হচ্ছি প্রতিনিয়ত,কিন্তু তারপরও সবাই মাঠে নিজেদের নিংড়ে দিচ্ছে।আমরা ভেবেছিলাম এখানে ৩০০রান তাড়া করা কঠিন হলেও অসম্ভব নয়।২৪০ রানে আটকাতে পেরে ভালোই লাগছিল।
তিনি বলেন,চারপাশে তাকিয়ে ভাবছিলাম,আজ রাতে যা-ই ঘটুক না কেন,মুহূর্তটি বিশেষ।বিশ্বকাপ জেতার পণ করেই এগিয়েছিলাম।এই বছরটি দীর্ঘ সময় ধরে মনে থাকবে।শীতকালে অনেক সাফল্য পেয়েছি আমরা এবং এটা(বিশ্বকাপ)সবকিছুর ঊর্ধ্বে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।