অনলাইনডেস্ক:- যমজ সন্তানের মা হয়েছেন অভিনেত্রী সুমাইয়া শিমু। সংসার জীবনের আট বছর পর গত ৮নভেম্বর সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে যমজ পুত্র সন্তানের জন্ম দেন তিনি।
আজ রবিবার সন্ধ্যায় খবরটি নিশ্চিত করেছেন শিমু নিজেই।
মা হওয়ার অনুভূতি জানতে চাইলে শিমু বলেন,চিকিৎসক সম্ভাব্য তারিখ বলেছিলেন,১৫নভেম্বর।কিন্তু এক সপ্তাহ আগে সব ঘটে যায়।এই অনুভূতির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না।
শিমু আরও বলেন,আগে ভেবে থাকলেও এখনো দুই সন্তানের নাম রাখেননি।পছন্দ করে ঠিকও করেছিলেন।চূড়ান্ত করতে পারেননি।তবে শর্ট লিস্ট করে রেখেছেন।শিগগিরই এই আনুষ্ঠানিকতা সেরে নেবেন।
২০১৫সালের ২৯আগস্ট যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলামের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন শিমু।এরপর থেকে অভিনয়ের কাজ অনেকটাই কমিয়ে দেন।২০১৭সাল থেকে রিলিফ ইন্টারন্যাশনাল-এর শুভেচ্ছা দূত হিসেবে কাজ শুরু করেন তিনি।
১৯৯৯সালে অরণ্য আনোয়ার পরিচালিত এখানে আতর পাওয়া যায় নাটকের মাধ্যমে শিমুর অভিনয়ে পথচলা শুরু হয়েছিল।এরপর শতাধিক একক ও ধারাবাহিক নাটকে প্রশংসার সঙ্গে কাজ করেন তিনি।
★প্রকাশক:-মোঃমোশারফ হোসেন তোকদার।
★উপদেষ্টা:-বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃটিপু মুন্সি,এমপি মাননীয় বাণিজ্য মন্ত্রী,বাণিজ্য মন্ত্রনালয়।
★সম্পাদক:-মোঃআব্দুল্লা আল্ মাহমুদ মিলন,সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ পীরগাছা উপজেলা,রংপুর বিভাগ।
★ব্যবস্থাপনা পরিচালক:-মোঃএম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
★বার্তা সম্পাদক:-মোঃরফিকুল ইসলাম লাভলু।
© All rights Reserved © 2022 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।