অনলাইনডেস্ক:- তিনশ ছাড়ানো লক্ষ্য তাড়ায় বড় ইনিংস খেলতে পারলেন না ওপরের সারির কোনো ব্যাটসম্যান।বড় পরাজয়ের মুখে প্রতিরোধ গড়লেন পারভেজ রহমান ও ওয়াসি সিদ্দিকি।জমিয়ে তুললেন লড়াই।কিন্তু কাজ শেষ করতে পারলেন না দুজনের কেউই।শেষ ওভারের টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ইংল্যান্ড যুবাদের কাছে ১৩রানে হারল বাংলাদেশের যুবারা।
ভিজয়ওয়ারার মুলাপাড়ুতে চার দলের যুব ওয়ানডে সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯দলের বিপক্ষে ১৩রানে হেরেছে বাংলাদেশ।৩২৩রানের লক্ষ্যে তিন বল বাকি থাকতে ৩০৯রানে গুটিয়ে গেছে আহরার আমিনের নেতৃত্বাধীন দল।তিন ম্যাচে বাংলাদেশের যুবাদের দ্বিতীয় পরাজয় এটি।সমান ম্যাচে ইংলিশরা পেল প্রথম জয়।
জয়ের সম্ভাবনা জাগানো অষ্টম উইকেট জুটিতে ৫৫বলে ৮৩রান যোগ করেন পারভেজ-ওয়াসি।৪৬তম ওভারের শেষ বলে পারভেজের বিদায়ে ভাঙে জুটি।তখন ২৪বলে প্রয়োজন ছিল ৩১রান।শেষ দুই উইকেটে যা করতে পারেনি বাংলাদেশ।দলের পক্ষে সর্বোচ্চ ৬৬রান করেন অধিনায়ক আহরার।আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আশিকুর রহমান এবার থামেন ৬২রানে।শেষ দিকে আশা জাগানো পারভেজ খেলেন ৬০রানের ইনিংস।
রান তাড়ায় দলকে ঝড়ো শুরু এনে দেন জিসান আলম।সপ্তম ওভারে আউট হওয়ার আগে এই ওপেনার ৩চার ও ৪ছক্কায় ২৮বলে করেন ৪১ রান।জিসানের বিদায়ের পর দ্রুত ফেরেন চৌধুরি মোহাম্মদ রিজওয়ান ও আরিফুল ইসলামরা।
চতুর্থ উইকেটে পঞ্চাশ ছোঁয়া জুটি গড়েন আশিকুর,আহরার।৬০পেরিয়ে আশিকুর ফেরার পর শিহাব জেমস,মাহফুজুর রহমানরা উইকেটে টিকতে পারেননি।দলকে দুইশ পার করিয়ে সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হন আহরার।তখনও জয়ের জন্য ৭৯বলে প্রয়োজন ছিল ১১৪রান।পারভেজ ও ওয়াসির জুটিতে আশা জাগলেও শেষ পর্যন্ত মিলল পরাজয়।ইংল্যান্ডের যুবাদের পক্ষে ৫উইকেট নেন এডওয়ার্ড জ্যাক।দমিচেল কিল্লির ধরেন ৩শিকার।
ম্যাচের প্রথমভাগে চার ওভারের মধ্যে ইংল্যান্ডের দুই ওপেনারকে ফেরায় বাংলাদেশ।চাপ সামলে তৃতীয় উইকেটে ২২২রানের জুটি গড়েন নোয়া থেইন ও হামজা শেখ।১৪চার ও ৫ছক্কায় ১১৯বলে ১২৬রানের ইনিংস খেলেন হামজা।সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও ৮৮রানে থামেন থেইন।১১৩ বলের ইনিংসে ৭চারের সঙ্গে ২টি ছক্কা মারেন তিনি।বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪উইকেট নেন ইকবাল হোসেন।মারুফ মৃধার শিকার ৩টি।একই মাঠে আগামী সোমবার ভারত অনূর্ধ্ব-১৯ এ দলের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:-ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল,৫০ওভারে ৩২২/৯(ডেনলি ২, ম্যাককেনি ২,থেইন ৮৮,হামজা ১২৬,অ্যালিসন ১০,বেঙ্কেন্সটেইন ২২, কেলি ৬,কারনি ২০,কিল্লিন ১৪,জ্যাক ৫,বার্নার্ড ১,ইকবাল ১০-০-৬২-৪, মারুফ ৯-০-৭১-৩,ওয়াসি ৮-০-৬৫-০,মাহফুজুর ১০-০-৪২-১,রিজওয়ান ৪-০-২১-০,পারভেজ ৫-০-৩০-০,আরিফুল ১-০-৯-০,জিসান ৩-০-১৮-১)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:-৪৯.৩ওভারে ৩০৯(আশিকুর ৬২,জিসান ৪১, রিজওয়ান ৯,আরিফুল ৬,আহরার ৬৬,শিহাব ৫,মাহফুজুর ৫,পারভেজ ৬০,ওয়াসি ৩২,মারুফ ৭,ইকবাল ৩,কিল্লিন ৮-১-৫৬-৩,বার্নার্ড ১০-১-৬০-০,জ্যাক ৮.৩-০-৫৭-৫,ডেনলি ৮-০-৩৮-১,বেঙ্কেন্সটেইন ৪-০-৩৮-০,থেইন ৭-০-৩১-১,হামজা ৪-০-২৫-০)।
ফল:-ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯দল ১৩রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ:-হামজা শেখ।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।