অনলাইনডেস্ক:- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মহাজোটের অংশ হয়ে নির্বাচন করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির(জাপা)প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।এ লক্ষ্যে তিনি নির্বাচন কমিশনে(ইসি)চিঠি পাঠিয়েছেন।
শনিবার প্রধান নির্বাচন কমিশনার(সিইসি)কাজী হাবিবুল আউয়াল বরাবর লেখা চিঠিতে রওশন এরশাদ জানান,আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি বিগত ৩টি জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় এবারও চতুর্থবারের মতো আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরীক দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।
এটা হবে শুধু নির্বাচনী জোট।নির্বাচনকালীন জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুসরণ করবেন।
এই নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীক লাঙ্গল কিংবা প্রার্থীর ইচ্ছানুসারে মহাজোটে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবেন।এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।
★প্রকাশক:-মোঃমোশারফ হোসেন তোকদার।
★উপদেষ্টা:-বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃটিপু মুন্সি,এমপি মাননীয় বাণিজ্য মন্ত্রী,বাণিজ্য মন্ত্রনালয়।
★সম্পাদক:-মোঃআব্দুল্লা আল্ মাহমুদ মিলন,সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ পীরগাছা উপজেলা,রংপুর বিভাগ।
★ব্যবস্থাপনা পরিচালক:-মোঃএম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
★বার্তা সম্পাদক:-মোঃরফিকুল ইসলাম লাভলু।
© All rights Reserved © 2022 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।