প্রতিবেদক:-মোঃবিপুল ইসলাম(আকাশ),সুন্দরগঞ্জ,গাইবান্ধা :-
গত ১৫ নভেম্বর রংপুর র্যাবের অভিযানে গাইবান্ধায় আলোচিত যুবলীগ নেতা জাহিদুল হত্যা মামলার ৩আসামিকে গ্রেফতার করা হয়েছে।১৫নভেম্বর বুধবার তদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন,সোনারায় ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মারুফ মিয়া,সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল মিয়া এবং জামায়াত কর্মী মোজাম্মেল হক।
নগরীর হাজীরহাট উত্তম বারঘিয়া র্যাব-১৩সদর দফতরে সংবাদ সম্মেলনে অধিনায়ক আরাফাত ইসলাম জানান,গ্রেফতার আসামীরা গত ১২নভেম্বর রাত ১১টায় সুন্দরগঞ্জের শাখামারা ব্রীজের উপরে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ যুবলীগ নেতা জাহিদুলকে অতর্কিতভাবে এলোপাথাড়ি কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে গুরুতর আহত করে।
পরে রাতে রংপুর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহিদুল।এ ঘটনায় মামলা হলে র্যাব মঙ্গলবার রাতে গাইবান্ধা ও রংপুরে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা আসামীদের গ্রেফতার করে।
★প্রকাশক:-মোঃমোশারফ হোসেন তোকদার।
★উপদেষ্টা:-বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃটিপু মুন্সি,এমপি মাননীয় বাণিজ্য মন্ত্রী,বাণিজ্য মন্ত্রনালয়।
★সম্পাদক:-মোঃআব্দুল্লা আল্ মাহমুদ মিলন,সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ পীরগাছা উপজেলা,রংপুর বিভাগ।
★ব্যবস্থাপনা পরিচালক:-মোঃএম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
★বার্তা সম্পাদক:-মোঃরফিকুল ইসলাম লাভলু।
© All rights Reserved © 2022 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।