অনলাইনডেস্ক:- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে আজ নির্বাচন কমিশনাররা আনুষ্ঠানিক বৈঠক করে সিদ্ধান্ত নেবেন।প্রথা অনুযায়ী-প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ টেলিভিশন ও বেতারে ভাষণের মাধ্যমে জাতির কাছে জাতীয় সংসদ নির্বাচনের ভোটের সূচি তুলে ধরেন।তফসিল ঘোষণার দিন নির্বাচন ভবনে ভাষণ রেকর্ডিংয়ের জন্য প্রস্তুতি রাখা হয়।এবার রেকর্ডিংয়ের পাশাপাশি লাইভে তফসিল ঘোষণারও পরিকল্পনা রয়েছে।যে কোনো দিন তফসিল ঘোষণার প্রস্তুতি ইতোমধ্যেই নিয়েছে নির্বাচন কমিশন।
ইসি সূত্র জানিয়েছে,তফসিল সংক্রান্ত সিইসির ভাষণ রেকর্ডিং বা লাইভ প্রচারের জন্য আজ-কাল দুই দিন বাংলাদেশ টেলিভিশনের কলাকুশলীদের স্টান্ডবাই থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।আজ কমিশনের বিকালের বৈঠকে যদি তফসিল ঘোঘণার সিদ্ধান্ত হয় তবে সন্ধ্যা ৭টায় সিইসি জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন।তবে কমিশন বৈঠকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে কখন,কবে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে।কমিশন বলেছে,চলতি সপ্তাহের মধ্যে এ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে হতে পারে ভোট গ্রহণ।
এ বিষয়ে নির্বাচন কমিশন(ইসি)সচিব মোঃজাহাঙ্গীর আলম গতকাল দুপুরে বলেছেন,কবে,কখন,কীভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হবে তা বুধবার(আজ)সকাল ১০টায় আমি প্রেসব্রিফিং করে জানাব।নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।তিনি আরও বলেন,আপনারা জানেন,৭০-পরবর্তী যতগুলো নির্বাচনের তফসিল হয়েছে,সিইসি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতিকে অবহিত করেছেন।
এবারও সেই রেওয়াজ অব্যাহত থাকবে।মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দলগুলোকে সংলাপের জন্য চিঠি দিয়েছে,তা তফসিল ঘোষণায় কোনো প্রভাব পড়বে কি না এমন প্রশ্নের জবাবে ইসি সচিব মোঃ জাহাঙ্গীর আলম বলেন না।কোনো প্রভাব পড়বে না।প্রথম হচ্ছে সেটা সংলাপের চিঠি কি না,তা কমিশন অবহিত নয়।কারণ সেটা কমিশনে আসেনি।কমিশন নিজস্ব গতিতে তার সাংবিধানিক দায়িত্বের আলোকে রোডম্যাপ করেছে,সে অনুযায়ী নির্বাচন হবে।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মোঃজাহাঙ্গীর আলম বলেন,আইনশৃঙ্খলা বৈঠকে কমিশন তাদের নির্দেশনা দিয়েছে।তারা বলেছে,কমিশন যেভাবে বলবে সেভাবেই তারা নিরাপত্তা নিশ্চিত করবে।এ বিষয়ে তাদের উদ্যোগ তারাই বললেন।গতকাল পর্যন্ত জেনেছি,ইসির নির্দেশনা অনুযায়ী তারা প্রস্তুতি রেখেছে। কূটনৈতিক তৎপরতার কারণে তফসিল পেছানোর কোনো পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন,আমি আপনাদের প্রশ্ন বুঝি না।
ইসিতে নিরাপত্তা জোরদার:-নির্বাচন কমিশন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।এ ছাড়া নির্বাচন কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি গতকাল থেকে বন্ধ করা হয়েছে।সরেজমিন দেখা গেছে,নির্বাচন কমিশনের সামনে চারটি টিমে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।যা আগে ছিল না।এ ছাড়া নির্বাচন কমিশন ভবনে ঢুকতে হলেও গেটের সামনে পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে।পাশাপাশি পুলিশি টহলও বাড়ানো হয়েছে।কিছুক্ষণ পরপরই পুলিশের গাড়ি নির্বাচন কমিশনের সামনে দিয়ে টহল দিচ্ছে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।