অনলাইনডেস্ক:-রাজধানীর কাকরাইল মোড়ে ও মালিবাগ ফ্লাইওভারে বলাকা পরিবহনের একটি বাসে এবং কমলাপুরে বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।তবে কে বা কারা এ আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
আজ শনিবার বিকালে এসব বাসে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,ফ্লাইওভারের নিচের রাস্তায় পুলিশের ব্যারিকেড আর বিএনপির কর্মীদের সংঘর্ষের কারণে বলাকা পরিবহনের একটি বাস ফ্লাইওভারের ওপর দিয়ে রামপুরা সড়ক দিয়ে চলে যেতে চায়। কিন্তু মৌচাক মোড়ের ঠিক ওপরেই লাঠি হাতে একদল যুবক বাসের গতিরোধ করে ভাঙচুর শুরু করেন।এ সময় আতঙ্কিত যাত্রীরা বাস থেকে হুড়োহুড়ি করে নেমে যায়।একপর্যায়ে তারা বাসটিতে আগুন ধরিয়ে দেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান,বিকালে মৌচাক ফ্লাইওভারে বলাকা বাসে ও কমলাপুরে বিআরটিসি বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে আগুনে বাস দুটি পুরোপুরি পুড়ে গেছে।
ডিএমপির রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবুল হাসান বলেন, বিকালে ৫টা ২০মিনিটের দিকে কাকরাইল মোড়ে একটি বাসে আগুনের ঘটনা শুনেছি।আমরা ঘটনাস্থলে যাচ্ছি।তবে কে বা কারা আগুন দিয়েছে সেই তথ্য জানাতে পারেননি তিনি।
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-
তোকদার নিউজ//টি,এন-www.tokdernews.com
সকল সংবাদ পেতে ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন…
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।