উপজেলা ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ এর সালনায় এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান,পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী,উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হক সুমন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন,রংপুর জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান ও দলীয় নেতাকর্মীবৃন্দ।
দুপুরে মন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৭১লাখ টাকা ব্যয়ে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের বিরবিরিয়া হতে আরাজি দেবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্তায় কাটা নদীর উপর নির্মাণধীন সেতু উদ্বোধন করেন।এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি তছলিম উদ্দিন,সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন,তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল,ঠিকাদার সমিতির সাধারন সম্পাদক সুলতান মাহমুদ ডায়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সেতুর নির্মাণকাজে তদারকির দায়িত্বে থাকা উপজেলা ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের সহকারি প্রকৌশলী তৌহিদুল ইসলাম বলেন,২০২১-২০২২ অর্থ বছরে ৭০লাখ ৯৮হাজার ৪৯৬টাকা ব্যয়ে গ্রামীণ রাস্তায় ১৫মিটার দৈর্ঘ্য সেতুটি নির্মাণ করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ওয়াফি ট্রেডার্স। এই সেতু নির্মানের ফলে উভয় পাশের ৫টি গ্রামের ১০হাজার মানুষের চলাচলের পথ সুগম হলো।এছাড়াও আরাজি দেবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এর সুবিধা ভোগ করবেন।
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-
তোকদার নিউজ//টি,এন-www.tokdernews.com
সকল সংবাদ পেতে ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন…