অনলাইনডেস্ক:-এশিয়ান গেমস ক্রিকেটে শেষ বলের রোমাঞ্চে পাকিস্তানকে ৬উইকেট হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।শনিবার বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৬৫রান।শেষ ওভারে যেটা ঠেকে ২০রানে।
প্রথম চার বল থেকে দুই ছক্কা আর দুই ডাবলে ১৬রান নিলেন ইয়াসির আলি রাব্বি।পঞ্চম বলে ইয়াসির আউট।জিততে হলে শেষ বলে বাংলাদেশের দরকার ৪রান।
এরপর নতুন ব্যাটসম্যান রাকিবুল হাসান মিড উইকেটে চার হাঁকিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন।
ম্যাচজুড়েই চলেছে বৃষ্টির দাপট।এর মাঝে আগে ব্যাটিং করে ৫ওভারে ১উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৪৮রান।মির্জা বাইগ ১৪ বলে ৪চার ও ২ছক্কায় ৩২রানের অপরাজিত ইনিংস খেলেছেন।বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য ঠিক হয় ৬৫রান।দলীয় এক রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে যেতে দেননি আফিফ হোসেন ও ইয়াসির আলি রাব্বি।
আফিফ ১১বলে ৩চার ও এক ছক্কায় ২০রান করে আউট হন।তবে দুই দলের মাঝে পার্থক্য তৈরি করে দিয়েছে ইয়াসিরের ইনিংস।জয় থেকে দলকে চার রান দূরে রেখে ইয়াসির যখন ফিরছেন,তার নামের পাশে ৩৪ রান।১৬বলে ৩চার ও ২ছক্কায় ২১২.৫০স্ট্রাইক রেটের ইনিংস।
তবে শেষদিকে কিছুটা নাটকীয়তা তৈরি হয়।পঞ্চম বলে ইয়াসির আউট হয়ে গেলে বাংলাদেশ আবার চাপে পড়ে।শেষ বলে রাকিব চার মেরে বাংলাদেশকে আরেকটি ব্রোঞ্জ জেতার উপলক্ষ্য এনে দেন এশিয়ান গেমসে।
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-
তোকদার নিউজ//টি,এন-www.tokdernews.com
সকল সংবাদ পেতে ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন…
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।