নিজস্বপ্রতিবেদক:-প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেছেন,প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষে সরকার কাজ করে যাচ্ছে।
নতুন নতুন স্কুল ভবন হচ্ছে,স্কুলগুলো শিক্ষার্থীর উপস্থিতি হার বাড়ানোর লক্ষে স্কুল ফিডিংসহ নানা কর্মসূচী চালু রয়েছে।
আমরা শিশুদের বই পড়তে আগ্রহ সৃষ্টি করতে নানা কৌশল অবলম্বন করছি।সোমবার সকালে রংপুরের পীরগাছা উপজেলার শাহ ইছাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীন পাঠক তৈরির অভিযাত্রা, শ্রেণিকক্ষে পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
বিদ্যালয়টি ম্যানেজিং কমিটির সভাপতি আকতার হাবিব রুমীর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন,রুম টু রিড বাংলাদেশ এর কান্টি ডিরেক্টর রাখি সরকার,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ)ফরহাদ আলম,রংপুর বিভাগীয় উপ-পরিচালক মোজাহিদুল ইসলাম,জেলা শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম,লিটারেসি ডিরেক্টর মাজহারুল করিম,উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান, বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিলুফা বেগম প্রমুখ।পরে অতিথিবৃন্দ স্বাধীন পাঠক তৈরির অভিযাত্রায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও রুম টু রিড বাংলাদেশ এর যৌথ প্রয়াসে শ্রেণিকক্ষ পাঠাগারের উদ্বোধন করেন।
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-
তোকদার নিউজ//টি,এন-www.tokdernews.com
সকল সংবাদ পেতে ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন…
★প্রকাশক:-মোঃমোশারফ হোসেন তোকদার।
★উপদেষ্টা:-বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃটিপু মুন্সি,এমপি মাননীয় বাণিজ্য মন্ত্রী,বাণিজ্য মন্ত্রনালয়।
★সম্পাদক:-মোঃআব্দুল্লা আল্ মাহমুদ মিলন,সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ পীরগাছা উপজেলা,রংপুর বিভাগ।
★ব্যবস্থাপনা পরিচালক:-মোঃএম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
★বার্তা সম্পাদক:-মোঃরফিকুল ইসলাম লাভলু।
© All rights Reserved © 2022 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।