নিজস্বপ্রতিবেদক:-রংপুরের পীরগাছায় দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার যন্ত্রণা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মো:বেলাল মিয়া নামে এক কৃষক।শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে বেলাল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বেলাল মিয়া(৪২)উপজেলার কান্দি ইউনিয়নের পাঠক শিকড় গ্রামের মৃত সিদ্দিক উল্ল্যাহ এর ছেলে।স্থানীয়রা জানান,বেলাল মিয়া দীর্ঘদিন থেকে গরু পাহাড়া দেয়ার জন্য গোয়াল ঘরে থাকতেন।তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে অসুস্থ ছিলেন।প্রতিদিনের মত তিনি গত বৃহস্পতিবার রাতে গোয়াল ঘরে ঘুমাতে যান।
গতকাল শুক্রবার সকাল ৮টা বাজলেও তিনি না উঠলে তার স্ত্রী তাকে ডাকতে গিয়ে গোয়াল ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসেন।খবর পেয়ে পীরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে যান।নিহত বেলাল মিয়া অসুস্থ্য থাকার বিষয়টি নিশ্চত করেন স্থানীয় কান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম আজাদ জুয়েল।
এ ব্যাপারে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃমাসুমুর রহমান বলেন,লোকটি অসুস্থ্য ছিলেন।তার পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের নিকট বুঝে দেয়া হয়েছে।
★প্রকাশক:-মোঃমোশারফ হোসেন তোকদার।
★উপদেষ্টা:-বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃটিপু মুন্সি,এমপি মাননীয় বাণিজ্য মন্ত্রী,বাণিজ্য মন্ত্রনালয়।
★সম্পাদক:-মোঃআব্দুল্লা আল্ মাহমুদ মিলন,সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ পীরগাছা উপজেলা,রংপুর বিভাগ।
★ব্যবস্থাপনা পরিচালক:-মোঃএম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
★বার্তা সম্পাদক:-মোঃরফিকুল ইসলাম লাভলু।
© All rights Reserved © 2022 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।