অনলাইনডেস্ক:- এ সরকার কচুরিপানার পানি নয় যে ধাক্কা দিলে পড়ে যাবে। টেক ব্যাক নয় ফরওয়ার্ড বাংলাদেশে পরিণত করতে হবে।এ অশুভ শক্তিকে কিভাবে ঘায়েল করতে হয় সেটা আওয়ামী লীগ জানে বলে দাবি করেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।তিনি বলেন,দেশের ৭০ভাগ লোক শেখ হাসিনার সঙ্গে আছেন।দেশের জনগণ শেখ হাসিনার সঙ্গে থাকলে কোনো শক্তি তাকে ক্ষমতা থেকে নামাতে পারবে না।আজ রোববার দুপুরে কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি)‘মৃত্যুঞ্জয়ী মুজিব’শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হানিফ বলেন,বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন হয়েছিল ১৯৭৫সালের ১৫আগস্ট।
সেদিন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছির।বঙ্গবন্ধু শুধু বাঙালীর না,বিশ্বের নেতা ছিলেন।বঙ্গবন্ধু হত্যা কমিশন গঠন করা হোক,যেন আসল খুনিদের আমরা জানতে পারি।আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন-বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড.জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই,কুষ্টিয়া-১(দৌলতপুর)আসনের সংসদ সদস্য আকম সরওয়ার জাহান বাদশা,উপাঁচার্য অধ্যাপক ড.শেখ আবদুস সালাম,উপণ্ডউপাঁচার্য অধ্যাপক ড.মাহবুবুর রহমান,কোষাধ্যক্ষ অধ্যাপক ড.আলমগীর হোসেন ভুঁইয়া,বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড.মাহবুবুল আরফিন,বঙ্গবন্ধু পরিষদের জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড.মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
★প্রকাশক:-মোঃমোশারফ হোসেন তোকদার।
★উপদেষ্টা:-বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃটিপু মুন্সি,এমপি মাননীয় বাণিজ্য মন্ত্রী,বাণিজ্য মন্ত্রনালয়।
★সম্পাদক:-মোঃআব্দুল্লা আল্ মাহমুদ মিলন,সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ পীরগাছা উপজেলা,রংপুর বিভাগ।
★ব্যবস্থাপনা পরিচালক:-মোঃএম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
★বার্তা সম্পাদক:-মোঃরফিকুল ইসলাম লাভলু।
© All rights Reserved © 2022 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।