অনলাইন ডেস্ক:-
পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত।লক্ষ্মীপুরে সদর উপজেলার তেওয়ারিগঞ্জে ইটবাহী পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে তেওয়ারিগঞ্জ বাজার এলাকার জামালের বিক্সফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর সদর উপজেলার শহরকসবা গ্রামের মো:শাহ আলমের ছেলে।পেশায় তিনি পল্লী চিকিৎসক ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,আলমগীর স্থানীয় তৈয়ব চৌধুরী পোলের গোড়ার নিজ ফার্মেসি থেকে পুরাতন তেওয়ারীগঞ্জ বাজারে যাচ্ছিলেন।পথিমধ্যে জামালের ইটভাটার সামনে পৌঁছালে দ্রুতগতির ইটবাহী একটি পিকআপ এবং তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে আলমগীর হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© All rights Reserved © 2022 ★★
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি www.tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে অনলাইন নিউজ পোর্টালটি তার কার্যক্রম শুরু করেছে,www.tokdernews.com 2020সাল থেকে অত্যন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রিয়েল টাইম নিউজ আপডেট প্রদান করেছে।এটি পূর্ববর্তী সংবাদের সংরক্ষণাগার এবং নির্দিষ্ট সংবাদ আইটেমগুলির মুদ্রণের সুবিধাও প্রদান করে।অনলাইন নিউজ পোর্টাল থেকে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ এবং সারা বিশ্বের সর্বশেষ খবর এবং শীর্ষ ব্রেকিং শিরোনামগুলি সহজেই খুঁজে পেতে পারেন।www.tokdernews.com বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল,বিনোদন, জীবনধারা,বিশেষ প্রতিবেদন,LIVE TV,রাজনীতি,অর্থনীতি, সংস্কৃতি,শিক্ষা,তথ্য প্রযুক্তি,স্বাস্থ্য,খেলাধুলা, কলাম এবং বৈশিষ্ট্য সহ 25/10 আপডেট করছে।সংবাদ ভিত্তিক সাইটটি দেশের ঐতিহ্যবাহী সংবাদপত্রের সমস্ত উপাদান দিয়ে সমৃদ্ধ।অনলাইন নিউজ পোর্টালের জন্য একদল তরুণ সাংবাদিক কাজ করছেন।www.tokdernews.com সারা বিশ্বের বাংলা ভাষার মানুষের সাথে সেতুবন্ধন তৈরি করার চেষ্টা করছে এবং দেশের অনলাইন নিউজ পোর্টালে একটি নতুন মাত্রা তৈরি করতে চায়।