অনলাইন ডেস্ক:-
প্রেমের ফাঁদে ফেলে মামাতো বোনকে ধর্ষণ শেষে হত্যা।ঝালকাঠির নলছিটিতে বুদ্ধি প্রতিবন্ধী স্মৃতি আক্তারকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িত মূল আসামি বাপ্পি সরদার ওরফে তুষারকে (২৪)গ্রেফতার করেছে পুলিশ।শনিবার রাতে পুলিশ নলছিটি চায়না মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।রবিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার মো:আফরুজুল হক টুটুল।
তিনি জানান,হত্যার মূল হোতা বাপ্পি সরদার নিহত স্মৃতির আপন মামাতো ভাই।বাপ্পি নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামের ফেরদৌস সরদারের ছেলে।সে পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক।কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী স্মৃতি আক্তারের সঙ্গে বাপ্পি সরদার তুষারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।এ সুযোগে বাপ্পি একাধিকবার স্মৃতিকে ধর্ষণ করে।এ অবস্থায় বাপ্পিকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল স্মৃতি।গত ২৫এপ্রিল রাতে ঘরের দরজা খুলে স্মৃতিকে পাশের একটি ফসলের মাঠে নিয়ে বাপ্পি তাকে ধর্ষণ করে।এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘত করার পরে শ্বাসরোধে হত্যা করা হয়।তার লাশ ফসলের মাঠে ফেলে পালিয়ে যায় বাপ্পি সরদার।পরের দিন দুপুরে ফসলের মাঠ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বাপ্পি সরদারকে গ্রেফতার করে।তাকে জিজ্ঞাসাবাদে সে একাই ধর্ষণ শেষে স্মৃতিকে হত্যার কথা স্বীকার করেছে।
ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন,যেহেতু এই মামলায় একমাত্র হত্যাকারীকে পুলিশ গ্রেফতার করেছে।সুতরাং নিরাপরাধ কাউকে এ মামলায় হয়রানি করা হবে না।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো:মঈনুল হক,অতিরিক্ত পুলিশ সুপার শংকর দাস ও নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান উপস্থিত ছিলেন।
© All rights Reserved © 2022 ★★
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি www.tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে অনলাইন নিউজ পোর্টালটি তার কার্যক্রম শুরু করেছে,www.tokdernews.com 2020সাল থেকে অত্যন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রিয়েল টাইম নিউজ আপডেট প্রদান করেছে।এটি পূর্ববর্তী সংবাদের সংরক্ষণাগার এবং নির্দিষ্ট সংবাদ আইটেমগুলির মুদ্রণের সুবিধাও প্রদান করে।অনলাইন নিউজ পোর্টাল থেকে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ এবং সারা বিশ্বের সর্বশেষ খবর এবং শীর্ষ ব্রেকিং শিরোনামগুলি সহজেই খুঁজে পেতে পারেন।www.tokdernews.com বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল,বিনোদন, জীবনধারা,বিশেষ প্রতিবেদন,LIVE TV,রাজনীতি,অর্থনীতি, সংস্কৃতি,শিক্ষা,তথ্য প্রযুক্তি,স্বাস্থ্য,খেলাধুলা, কলাম এবং বৈশিষ্ট্য সহ 25/10 আপডেট করছে।সংবাদ ভিত্তিক সাইটটি দেশের ঐতিহ্যবাহী সংবাদপত্রের সমস্ত উপাদান দিয়ে সমৃদ্ধ।অনলাইন নিউজ পোর্টালের জন্য একদল তরুণ সাংবাদিক কাজ করছেন।www.tokdernews.com সারা বিশ্বের বাংলা ভাষার মানুষের সাথে সেতুবন্ধন তৈরি করার চেষ্টা করছে এবং দেশের অনলাইন নিউজ পোর্টালে একটি নতুন মাত্রা তৈরি করতে চায়।