1. limontokder@gmail.com : admin :
  2. tokdernews@mailsac.com : tokdernews :
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১২:৫৭ পূর্বাহ্ন

সরোবর পার্কে ঈদের পরেরদিনও উপচেপড়া ভিড়

  • Update Time রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ৫৮ Time View
সরোবর পার্কে ঈদের পরেরদিনও উপচেপড়া ভিড়
সরোবর পার্কে ঈদের পরেরদিনও উপচেপড়া ভিড়
PDF DOWNLODEPRINT

বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ- সরোবর পার্কে ঈদের পরেরদিনও উপচেপড়া ভিড়।গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সরোবর পার্ক এন্ড রিসোর্ট জুড়ে এখন বইছে ঈদের আমেজ।ঈদের দিনও  পরেরদিনও সকাল থেকেই সকল বয়সী বিনোদনপ্রেমি দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখর হয়ে উঠেছে পার্কটি।

কর্তৃপক্ষ বলছে,ঈদ-উল-ফিতর উপলক্ষে সংযোজন করা হয়েছে নতুন নতুন রাইডস,পার্কটি সাজানো হয়েছে বর্ণিল সাজে,নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
খোঁজ নিয়ে জানা যায়,উপজেলার সোনারায় ইউনিয়নের সোনারায় বাজারের অদূরে প্রায় ১৫একর জমির উপর গড়ে উঠা দৃষ্টিনন্দন এই পার্কটি গত ছয় বছরে নজর কেড়েছে দর্শনার্থীদের।পার্কটিতে বিশাল পুকুর ও বিভিন্ন প্রজাতির গাছ।নিরিবিলি পরিবেশে সময় কাটানোর পাশাপাশি এখানে রয়েছে ওয়াটার রাইট,প্যাডেল বোর্ড,জলযান,ট্রেন ও স্লিপারসহ বিনোদনের নানা সুবিধা।ফলে যেকোনও বয়সী মানুষের ঈদ বিনোদনের অন্যতম মাধ্যমে পরিণত হয় এই পার্ক।
সরেজমিনে দেখা যায়,সরোবর পার্ক এণ্ড রিসোর্টে প্রবেশ মূল্য নেয়া হচ্ছে মাত্র ৩০টাকা।এছাড়া রাইড ভেদে প্রতি রাইডের মূল্যের উপর ২০ টাকা ও ৩০টাকা করে নেয়া হচ্ছে।এসব রাইডে শিশুদের পাশাপাশি বড়রাও চড়ে বেড়াচ্ছেন।শিশুরা ট্রেন ও চড়কায় চড়ে আনন্দে মেতে ওঠছে।
দর্শনার্থীরা জানান,বাড়ির পাশেই নিরিবিলি পরিবেশে সরোবর পার্ক এন্ড রিসোর্ট গড়ে উঠেছে।এটিই উপজেলা প্রথম আধুনিক পার্ক।এই পার্কে নামমাত্র মূল্যে প্রবেশ ও রাইডগুলোতে চড়া যায়।
বাবা-মায়ের সঙ্গে ঘুরতে আসা রিফাত মোস্তফা নামের এক শিশু বলেন, বাবা-মায়ের সাথে পার্কটিতে ঘুরতে এসে খুব ভালো লাগছে।ঈদের দিনে আরও বেশি আনন্দ লাগছে।
রংপুরের মিঠাপুকুর থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা তরুণ নুর মোহাম্মদ বলেন,ঈদ তো আনন্দের।তাই বন্ধুরা মিলে সরোবর পার্কে ঘুরতে এসেছি।ঈদের দিন না ঘুরলে আর কবে ঘুরবো।এখন রাস্তাঘাট পুরাটাই ফাঁকা।নিরিবিলি পরিবেশে পার্কটিতে ঘুরতে অন্যরকম মজা।
সাত বছরের মেয়ে তামান্না আক্তারকে নিয়ে শিশু পার্কে এসেছেন নার্গিজ বেগম।তিনি বলেন,ঈদ তো শিশুদের।তাই মেয়েকে নিয়ে এলাম। অনেক ভিড়।একেকটা রাইডে উঠতে প্রচুর সময় চলে যাচ্ছে।তারপরও মেয়েটা আনন্দ পাচ্ছে।তাতেই আমি খুশি।
উপজেলার তারাপুর ইউনিয়ন থেকে পার্কে আসা দর্শনার্থী শাকিল আহমেদ বলেন,ঈদের নামাজের পর বাড়তি আনন্দ পেতে পরিবার পরিজন নিয়ে এখানে এসেছি।নিত্য নতুন রাইডসের পাশাপাশি পার্কটির পরিবেশ সত্যিই সুন্দর। সকলে খুব মজা করেছি।
পিন্টু কুমার সরকার নামের এক দর্শনার্থী বলেন,সরোবর পার্ক এন্ড রিসোর্ট সুন্দরগঞ্জ উপজেলার প্রথম আধুনিক বিনোদন কেন্দ্র। উপজেলা শহরের খুব নিকটে পার্কটি হওয়ায় এ অঞ্চলের বিনোদন প্রেমিদের আনন্দ প্রদান করছে।আগের চেয়ে পার্কটির অনেক নতুনত্ব এসেছে।
সরোবর পার্ক এণ্ড রিসোর্টের সসত্ত্বাধিকারী মোছা:জেসমিন আক্তার বলেন,ঈদ উপলক্ষে নতুন নতুন রাইডস সংযোজনের পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।আশা করি সকল শ্রেণির মানুষ নির্বিঘ্নে ঈদ আনন্দ উপভোগ করতে পারছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকছে পার্কটি।প্রবেশে লাগে মাত্র ত্রিশ টাকা।অন্যান্য রাইডসগুলোও নামমাত্র মূল্যে।
তিনি আরও বলেন,সুন্দরগঞ্জ উপজেলায় তেমন কোন দর্শনীয় স্থান না থাকায় এ পার্কটি গড়ে তোলা হয়েছে।সব বয়সী মানুষের সুস্থ বিনোদনের কথা চিন্তা করেই পার্কটি নতুন নতুন রাউডসহ বিভিন্ন উপকরণ যুক্ত করা হচ্ছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন,সকল সংবাদ পেতে পেজে লাইক দিয়ে সাথে থাকুন…

এই বিভাগের আরও খবর


© All rights Reserved © 2022 ★★

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি www.tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে অনলাইন নিউজ পোর্টালটি তার কার্যক্রম শুরু করেছে,www.tokdernews.com 2020সাল থেকে অত্যন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রিয়েল টাইম নিউজ আপডেট প্রদান করেছে।এটি পূর্ববর্তী সংবাদের সংরক্ষণাগার এবং নির্দিষ্ট সংবাদ আইটেমগুলির মুদ্রণের সুবিধাও প্রদান করে।অনলাইন নিউজ পোর্টাল থেকে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ এবং সারা বিশ্বের সর্বশেষ খবর এবং শীর্ষ ব্রেকিং শিরোনামগুলি সহজেই খুঁজে পেতে পারেন।www.tokdernews.com বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল,বিনোদন, জীবনধারা,বিশেষ প্রতিবেদন,LIVE TV,রাজনীতি,অর্থনীতি, সংস্কৃতি,শিক্ষা,তথ্য প্রযুক্তি,স্বাস্থ্য,খেলাধুলা, কলাম এবং বৈশিষ্ট্য সহ 25/10 আপডেট করছে।সংবাদ ভিত্তিক সাইটটি দেশের ঐতিহ্যবাহী সংবাদপত্রের সমস্ত উপাদান দিয়ে সমৃদ্ধ।অনলাইন নিউজ পোর্টালের জন্য একদল তরুণ সাংবাদিক কাজ করছেন।www.tokdernews.com সারা বিশ্বের বাংলা ভাষার মানুষের সাথে সেতুবন্ধন তৈরি করার চেষ্টা করছে এবং দেশের অনলাইন নিউজ পোর্টালে একটি নতুন মাত্রা তৈরি করতে চায়।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BD Web Developer Ltd.