বার্তা সম্পাদক:মো:রফিকুল ইসলাম লাভলু :- পীরগাছা উপজেলার ৯নং কান্দি ইউনিয়ন আসন্ন ২৯-০৩-২০২৩ইং কান্দি বারণিমেলা বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অত্র ইউনিয়নের চেয়ারম্যান মো:আব্দুস সালাম আজাদ(জুয়েল) জানান,এ ইউনিয়নে যাতে কোনো জুয়া,পুতুল নাচ,এ ধরনে কোন ঘটনা না ঘটে সেজন্য তিনি গ্রাম পুলিশ বাহিনীকে সতর্ক থাকতে বলেছেন এবং সামাজিক সচেতনতা সৃষ্টির নির্দেশ দিয়েছেন।এ বিষয়ে অত্র উপজেলার ৯নং কান্দি ইউনিয়নের বিভিন্ন পেশাজীবীরা জানান,বারণি মেলা এলে অনেক ঝুঁকির মধ্যে থাকতে হয়।কারণ এই কান্দি বারণি মেলার আরেক আতঙ্কের নাম হল জুয়া,যা শুরু হয় কান্দি বারণি মেলার দুই দিন আগে/দুই-তিন দিন পরও এই জুয়া চলে।
এদিকে,উপজেলা নির্বাহী অফিসার ও অসিলেন্ট মো:মুসা নাসের চৌধুরী, উপজেলা ভূমি কর্মকর্তা অনলাইন তোকদার নিউজ পোর্টালের পরিচালকের সাথে এক বিশেষ সাক্ষাৎকারে বলেন,আমি এই পীরগাছা উপজেলার একজন আসিলেন্ট,আমি শুধুই কান্দি বারণিমেলা করার অনুমতি দিয়েছি,তবে এই মাহে রমজান মাসে শুধু কান্দি বারণিমেলা সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত হবে বলা হয়েছে।কান্দি বারণি মেলায় জুয়া,পুতুল নাচ,সায়াবাজি-এ ধরনের অশ্লীলতা যাতে না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জুয়া,পুতুল নাচ,এ ধরনের অশ্লীলতার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মো:নজরুল ইসলাম খান সাহেবও একই কথা বলেছেন,এসব অশ্লীল/অবৈধ কর্মকাণ্ড ঘটলে আমাদের সরকারের ভাবমূর্তি নষ্ট হবেএবং ইউনিয়ন সেক্রেটারি মো:হাইফুল ইসলাম খান(ইকবাল)তিনি বলেন,কেউ যদি দলের কথা বলে এসব অশ্লীল/অবৈধ কর্মকাণ্ড করে তাহলে উপজেলার মানুষের অনেক আর্থিক ক্ষতি হবে।এটি পরবর্তীতে পারিবারিক কলহ ও এলাকায় চুরির ঘটনা বাড়বে।
মেলার ইজারাদার মো:সবুজ মিয়া বলেন,মেলায় কোনো ধরনের অসামাজিক,অশ্লীল/অবৈধ কাজ হলে আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করব।
প্রয়োজনে মোবাইল :-
মোবাইল নং:- 01728738237(ইজারাদার)।
© All rights Reserved © 2022 ★★
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি www.tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে অনলাইন নিউজ পোর্টালটি তার কার্যক্রম শুরু করেছে,www.tokdernews.com 2020সাল থেকে অত্যন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রিয়েল টাইম নিউজ আপডেট প্রদান করেছে।এটি পূর্ববর্তী সংবাদের সংরক্ষণাগার এবং নির্দিষ্ট সংবাদ আইটেমগুলির মুদ্রণের সুবিধাও প্রদান করে।অনলাইন নিউজ পোর্টাল থেকে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ এবং সারা বিশ্বের সর্বশেষ খবর এবং শীর্ষ ব্রেকিং শিরোনামগুলি সহজেই খুঁজে পেতে পারেন।www.tokdernews.com বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল,বিনোদন, জীবনধারা,বিশেষ প্রতিবেদন,LIVE TV,রাজনীতি,অর্থনীতি, সংস্কৃতি,শিক্ষা,তথ্য প্রযুক্তি,স্বাস্থ্য,খেলাধুলা, কলাম এবং বৈশিষ্ট্য সহ 25/10 আপডেট করছে।সংবাদ ভিত্তিক সাইটটি দেশের ঐতিহ্যবাহী সংবাদপত্রের সমস্ত উপাদান দিয়ে সমৃদ্ধ।অনলাইন নিউজ পোর্টালের জন্য একদল তরুণ সাংবাদিক কাজ করছেন।www.tokdernews.com সারা বিশ্বের বাংলা ভাষার মানুষের সাথে সেতুবন্ধন তৈরি করার চেষ্টা করছে এবং দেশের অনলাইন নিউজ পোর্টালে একটি নতুন মাত্রা তৈরি করতে চায়।