অনলাইন ডেস্ক :- দৃষ্টি হারাতে বসছেন তিন শিক্ষার্থী।স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলাকালে পুলিশের ছোঁড়া বুলেটের আঘাতে চোখের দৃষ্টি হারাতে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি)তিন শিক্ষার্থী। দেশীয় চিকিৎসায় পুরোপুরি সুস্থ না হওয়ায় বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।
শুক্রবার দুপুরে খোঁজ নিয়ে এই তথ্য জানা গেছে।
এ ঘটনায় আহত বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের শিক্ষার্থী মিসবাহুল ইসলাম,মার্কেটিং বিভাগের আলিমুল ইসলাম এবং আইন বিভাগের আল আমিন।
বর্তমানে চোখের অবস্থা জানতে চাইলে এই শিক্ষার্থী বলেন, বুলেটের আঘাতে ওই চোখে ছানি পড়েছে।ওই চোখে কিছুই দেখছি না। অন্যদেরও একই অবস্থা।আঘাত পাওয়া চোখে কেউ তেমন দেখতে পাচ্ছে না।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর বলেন, ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাদের ভারতে পাঠানোর প্রক্রিয়া চলছে।বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ সম্মিলিতভাবে আহত এই তিন শিক্ষার্থীর চিকিৎসা ব্যয় বহন করবে।পাসপোর্ট ও ভিসার কাজ সম্পন্ন হলেই তাদের চেন্নাইয়ে পাঠানো হবে।সেখানে শঙ্কর নেত্রালয়ে তাদের চোখের চিকিৎসা হবে।
এরআগে,গত ১১মার্চ রাতে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে জড়ায় স্থানীয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।সংঘর্ষ থামাতে এক পর্যায়ে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে পুলিশ।ফলে চোখসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হয়ে আহত হন প্রায় ২০জন শিক্ষার্থী।এ ঘটনায় অজ্ঞাত আসামি করে পৃথক তিনটি মামলা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের গঠিত কমিটির তদন্ত প্রক্রিয়া চলছে।
© All rights Reserved © 2022 ★★
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি www.tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে অনলাইন নিউজ পোর্টালটি তার কার্যক্রম শুরু করেছে,www.tokdernews.com 2020সাল থেকে অত্যন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রিয়েল টাইম নিউজ আপডেট প্রদান করেছে।এটি পূর্ববর্তী সংবাদের সংরক্ষণাগার এবং নির্দিষ্ট সংবাদ আইটেমগুলির মুদ্রণের সুবিধাও প্রদান করে।অনলাইন নিউজ পোর্টাল থেকে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ এবং সারা বিশ্বের সর্বশেষ খবর এবং শীর্ষ ব্রেকিং শিরোনামগুলি সহজেই খুঁজে পেতে পারেন।www.tokdernews.com বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল,বিনোদন, জীবনধারা,বিশেষ প্রতিবেদন,LIVE TV,রাজনীতি,অর্থনীতি, সংস্কৃতি,শিক্ষা,তথ্য প্রযুক্তি,স্বাস্থ্য,খেলাধুলা, কলাম এবং বৈশিষ্ট্য সহ 25/10 আপডেট করছে।সংবাদ ভিত্তিক সাইটটি দেশের ঐতিহ্যবাহী সংবাদপত্রের সমস্ত উপাদান দিয়ে সমৃদ্ধ।অনলাইন নিউজ পোর্টালের জন্য একদল তরুণ সাংবাদিক কাজ করছেন।www.tokdernews.com সারা বিশ্বের বাংলা ভাষার মানুষের সাথে সেতুবন্ধন তৈরি করার চেষ্টা করছে এবং দেশের অনলাইন নিউজ পোর্টালে একটি নতুন মাত্রা তৈরি করতে চায়।