অনলাইনডেস্ক:- নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন:ইভিএমের নতুন প্রকল্প পাস না হলে ব্যালটে যেতে হবে।রবিবার(৮জানুয়ারি)রাজধানীর নির্বাচন ভবনের নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।
তিনি বলেন,মধ্য জানুয়ারির মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিনের(ইভিএম)নতুন প্রকল্প পাস না হলে ১৫০আসনে এ যন্ত্র ব্যবহার করা যাবে না।এ ক্ষেত্রে আমাদের ব্যালট পেপারে ভোটগ্রহণ করার প্রস্তুতি নিতে হবে।
তিনি বলেন,ইভিএম প্রকল্প খুব একটা এগোচ্ছে বলে মনে হয় না।এটা আসলে খুব বেশি আগায়নি।প্রকল্পের অর্থ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ১৫০আসনে ইভিএম ব্যবহার করবো বলে আমরা বলেছিলাম।এক্ষেত্রে প্রকল্প পাস না হলে আমাদের কাছে বর্তমানে যা আছে তাই দিয়েই ভোট করবো।মধ্য জানুয়ারির মধ্যে নতুন প্রকল্প পাস না হলে ব্যালটে যেতে হবে।সেই প্রস্তুতিও নিতে হবে।সময় মতো হলে তো ভালো।না হলে যা আছে তা নিয়েই করবো।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।