অনলাইনডেস্ক:- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেল রমজানে একসাথে পুরো মাসের পণ্য না কেনার অনুরোধ।দাম নিয়ন্ত্রণে আসন্ন রমজানে একসাথে পুরো মাসের পণ্য না কেনার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।বুধবার(৪জানুয়ারি)দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের ৫ম সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন,এক মাসেরটা রেগুলার কিনলে পরে এই চাপটা হয় না।এটা কিন্তু একটা বড় ধরনের ঝামেলা।আমরা সব সময় লক্ষ্য করছি রমজানের প্রথম সাত দিনেই বেশি ক্রাইসিস। কারণ,রমজানের আগে থেকে ৭ দিনে কিনে নিল তারপর ৭-৮দিন চলে যায়।তখন দেখা যায় স্বাভাবিক হয়ে আসছে। রমজান মাসের আগেই সব কিনে নিতে হবে? রমজান মাসে আমার ৩০কেজি পেঁয়াজ লাগবে,একবারেই কিনে ফেলি!সেখানে তো সমস্যা হবেই।
ক্রেতারা যদি বেশি কিনতে চায়,সেটা তাদের বিষয়। কিন্তু আপনাদের তো নিয়ন্ত্রণ থাকা উচিত-এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন,সব মানুষ যদি একদিনেই মনে করে সব কিনে ফেলবে,তাহলে কিভাবে হবে?সাপ্লাইটা তো ঠিক রাখতে হবে।এটা একটা পজিটিভ মেন্টালিটি,যে হুট করে কেনার দরকার নেই।এটা সারা মাস ধরেই পাওয়া যাবে।আপনারা এক মাসের জিনিস একসাথে কিনেন না,এটা একটা বড় সমস্যা।আর আমরা সার্বিক চেষ্টা করছি,যাতে করে রোজার মাসে আমাদের সেই সমস্যাটা না হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।
★প্রকাশক:-মোঃমোশারফ হোসেন তোকদার।
★উপদেষ্টা:-বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃটিপু মুন্সি,এমপি মাননীয় বাণিজ্য মন্ত্রী,বাণিজ্য মন্ত্রনালয়।
★সম্পাদক:-মোঃআব্দুল্লা আল্ মাহমুদ মিলন,সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ পীরগাছা উপজেলা,রংপুর বিভাগ।
★ব্যবস্থাপনা পরিচালক:-মোঃএম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
★বার্তা সম্পাদক:-মোঃরফিকুল ইসলাম লাভলু।
© All rights Reserved © 2022 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।