অনলাইনডেস্ক:- ছিনতাই চক্রের ৪জন গ্রেফতার।বুধবার(৪ জানুয়ারি)সিপিসি-১,চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প র্যাব-৫এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছিনতাই দলের ৪ সদস্যকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন,মৃত হুমায়ুন কবিরের ছেলে মোঃ সুজন আলী(২৭)মৃত নাসিম উদ্দিনের ছেলে মো:সেলিম রেজা(৪০)মৃত নজরুল ইসলামের ছেলে আব্দুল জলিল (৪০)মো:তাজেমুল হকের ছেলে মো:মিজানুর রহমান (৩৫)রাজশাহীর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ছত্রাজিতপুর ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামে কোম্পানী অধিনায়ক লে:কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো:আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে উক্ত আসামীগণকে গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে,১টি কোপ দা,১টি চাকু ১টি মোটর সাইকেল ও ৬টি মোবাইল ফোন।র্যাবের প্রেস বিজ্ঞপ্তিত সূত্রে জানা যায়,উল্লেখ্য যে,বর্তমান সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়,চুরি,ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অপরাধের প্রবনতা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন র্যাব।
© All rights Reserved © 2022 ★★
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি www.tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে অনলাইন নিউজ পোর্টালটি তার কার্যক্রম শুরু করেছে,www.tokdernews.com 2020সাল থেকে অত্যন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রিয়েল টাইম নিউজ আপডেট প্রদান করেছে।এটি পূর্ববর্তী সংবাদের সংরক্ষণাগার এবং নির্দিষ্ট সংবাদ আইটেমগুলির মুদ্রণের সুবিধাও প্রদান করে।অনলাইন নিউজ পোর্টাল থেকে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ এবং সারা বিশ্বের সর্বশেষ খবর এবং শীর্ষ ব্রেকিং শিরোনামগুলি সহজেই খুঁজে পেতে পারেন।www.okdernews.com বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল,বিনোদন, জীবনধারা,বিশেষ প্রতিবেদন,LIVE TV,রাজনীতি,অর্থনীতি, সংস্কৃতি,শিক্ষা,তথ্য প্রযুক্তি,স্বাস্থ্য,খেলাধুলা, কলাম এবং বৈশিষ্ট্য সহ 25/10 আপডেট করছে।সংবাদ ভিত্তিক সাইটটি দেশের ঐতিহ্যবাহী সংবাদপত্রের সমস্ত উপাদান দিয়ে সমৃদ্ধ।অনলাইন নিউজ পোর্টালের জন্য একদল তরুণ সাংবাদিক কাজ করছেন।www.tokdernews.com সারা বিশ্বের বাংলা ভাষার মানুষের সাথে সেতুবন্ধন তৈরি করার চেষ্টা করছে এবং দেশের অনলাইন নিউজ পোর্টালে একটি নতুন মাত্রা তৈরি করতে চায়।