জাতীয় জোট ইউএনএ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়া ঘোষণা দিয়েছে

জাতীয় জোট ইউএনএ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়া ঘোষণা দিয়েছে

অনলাইনডেস্ক:-  জাতীয় জোট ইউএনএ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০আসনে প্রার্থী দেওয়া ঘোষণা দিয়েছে।জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠিত সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ) আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০আসনে প্রার্থী প্রার্থী দেওয়া ঘোষণা দিয়েছে।আজ রাজধানীর আদাবরে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় ইউএনএ’র চেয়ারম্যান সেকেন্দার আলী মনি এ ঘোষণা দেন। 

সভায় জোটের মুখপাত্র বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান বলেন,চলমান রাজনৈতিক সংকট নিরসনে সরকার ও বিরোধী দলসমূহের মধ্যে অবিলম্বে একটি গঠনমূলক সংলাপ জরুরি,গণ জনদুর্ভোগ কমাতে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে চাল, ডাল,আটা-ময়দা,চিনিসহ নিত্য-প্রয়োজনীয় সকল দ্রব্যের দাম অবিলম্বে কমাতে হবে,অবিলম্বে পানি-বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি তেলসহ সকল দাহ্য পদার্থের দাম কমাতে হবে, ব্যাংক-বীমা ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের মাধ্যমে যারা বিদেশে অর্থ-পাচার তাদের দেশে ফেরত এনে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তিসহ অর্থ ফেরত আনতে হবে, প্রশাসনের সকল স্তর থেকে দুর্নীতি ও সকল ধরনের অনৈতিক কাজ অবিলম্বে বন্ধ করতে হবে,বিচার বিভাগের স্বাধীনতা ও আধুনিকায়নে সকল প্রকার ঘুষ,দুর্নীতি ও অনৈতিক কাজ  অবিলম্বে বন্ধ করতে হবে,প্রশাসন ও পুলিশ ব্যবস্থাপনায় অবিলম্বে দলীয়করণ বন্ধ করার উপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন,এরশাদ প্রতিষ্ঠিত ৫৮দলীয় সম্মিলিত জাতীয় জোট-ইউএনএ কে নিয়ে জাতীয় সরকার গঠন করে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির অচলাবস্থা নিরসনে সকল রাজনৈতিক দলকে নিয়ে একটি আলোচনার উপর জোর দাবি করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মিলিত জাতীয় জোট ইউএনএ’র মহাসচিব ও গণতান্ত্রিক ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এড. জাহাঙ্গীর হোসেন,সম্মিলিত জাতীয় জোট-ইউএনএ’র সম্মিলিত জাতীয় জোট-ইউএনএ’র কো চেয়ারম্যান এড. আফাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জোটের সিনিয়র কো-চেয়ারম্যান সালাম মাহমুদ,মিডিয়া উইং চিফ আশরাফ হোসেন, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আলতাব মোল্লা,পিপলস সোস্যালিস্ট পার্টির চেয়ারম্যান শহীদ উদ্দিন শামীম, বাংলাদেশ গণজাগরণ পার্টির এড.মোহাম্মাদ সারোয়ার-ই-কায়নাত,বাংলাদেশ স্বাধীন পার্টির চেয়ারম্যান ডা. সম্রাট জুয়েল চিশতী,বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের চেয়ারম্যান খাজা মহিবুল্লাহ শান্তিপুরী,ন্যাশনাল সবুজ বাংলা পার্টির চেয়ারম্যান মো:শাহ আলম তাহের,বাংলাদেশ দেশপ্রেমিক পার্টির চেয়ারম্যান শ.ম হাফিজুল ইসলাম, ইসলামী জনতা পার্টির চেয়ারম্যান কামাল হোসেন পাটোয়ারী,পিপলস রাইটস পার্টি অব বাংলাদেশের চেয়ারম্যান এড.পিকুল হাসান,পাবলিক পার্টি বাংলাদেশের চেয়ারম্যান মোর্শেদ আলম প্রিন্স,ইসলামী গণআন্দোলন পার্টির চেয়ারম্যান শামসুল কবীর চৌধুরী,বাংলাদেশ সাংস্কৃতিক পার্টির চেয়ারম্যান কাজী ফারুক বাবুল, সম্মিলিত নাগরিক পার্টির চেয়ারম্যান এড.শিউলী আক্তার প্রমুখ।