অনলাইনডেস্ক:- উত্তর অঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা।কুড়িগ্রামে মঙ্গলবার থেকে ফের জেলার তাপমাত্রা কমতে শুরু করেছে।ফলে শীতের তীব্রতা আরো বেড়েছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় মানুষের ভোগান্তি বেড়ে চরম আকার ধারণ করেছে।
বুধবার সকাল থেকে ঘন কুয়াশা ও মেঘে ঢাকা থাকে গোটা জনপদ।দুপুর গড়িয়ে গেলেও সুর্যের মুখ দেখা যায়নি। বুধবার সকালে স্থানীয় আবহাওয়া অফিস জানায়,জেলায় ১১দশমিক ৪ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকায় ঠান্ডার মাত্রা লেগে ছিল। রোদের মুখ দেখতে না পেয়ে অতিরিক্ত ঠান্ডার কারনে কাজে যেতে পারেনি নিম্ন আয়ের শ্রমিক শ্রেণির মানুষজন। ফলে তারা পড়েছেন চরম বিপাকে।কাজ করতে না পেয়ে অর্থনৈতিক সংকটে পড়েছে এসব মানুষ।দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে অনেক যান চলাচল করতে দেখা যায়। সরকারি ও বেসরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরণ করা হলেও আরো পর্যাপ্ত শীতবস্ত্র প্রয়োজন বলে দাবি এলাকার শীতার্ত মানুষের।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান,এ পর্যন্ত ৩৮হাজার কম্বল বিতরণ করা হয়েছে।আরো চাহিদা দেয়া আছে অতি দ্রুত বাকি কম্বল বিতরণ করা হবে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।