প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১০:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২২, ১:৪০ পি.এম
১৮০৭ সিসি ক্যামেরায় নজরদারি রংপুর সিটির ভোটে
অনলাইনডেস্ক:- ১৮০৭ সিসি ক্যামেরায় নজরদারি রংপুর সিটির ভোটে।ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে রংপুর সিটি করপোরেশন(রসিক)নির্বাচন ১হাজার ৮০৭টি সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন(ইসি)। ঢাকা থেকে পর্যবেক্ষণের পাশাপাশি রংপুরে বসে রিটার্নিং কর্মকর্তাও নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন।নির্বাচন কমিশনের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর ইনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস(আইডিইএ)প্রকল্পের উপ প্রকল্প পরিচালক কমিউনিকেশন স্কোয়াড্রন লিডার মো:শাহরিয়ার আলম নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,২২৯টি কেন্দ্রের মধ্যে ১৮০৭টি সিসি ক্যামেরা থাকবে।যা ঢাকা থেকে পর্যবেক্ষণ করা হবে।এই সিস্টেম রংপুরের রিটার্নিং কর্মকর্তাকে দেয়া থাকবে।তিনিও পর্যবেক্ষণ করতে পারবেন।এদিকে রংপুর সিটি করপোরেশন(রসিক)নির্বাচনে ৮৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানান নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রংপুর সিটির ভোটগ্রহণ চলবে।গতবারের মতো এবারও সেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।এদিকে নির্বাচন উপলক্ষে ভোটের দিন রংপুর সিটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো:মেহেদী-উল-সহিদ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে,নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের দিন অর্থাৎ ২৭ডিসেম্বর সব সরকারি,আধা সরকারি, স্বায়ত্তশাসিত,বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থার কর্মকর্তা ও কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্তে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।নির্বাচনে ২ লাখ ১২হাজার ৩০২জন পুরুষ এবং ২লাখ ১৪হাজার ১৬৭জন নারী ভোটার ২২৯টি কেন্দ্রে ভোট দেবেন।
ভোটে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে ১৬জনের ফোর্স। আর সাধারণ কেন্দ্রগুলোতে থাকবেন ১৫জন।
অফিস কার্যালয়ঃ- মেসার্স তোকদার বস্ত্রালয়--প্রেসক্লাব পীরগাছা,উপজেলা:-পীরগাছা,জেলা:-রংপুর। মোবাইল:০১৭১-০৮৭০৪২০,০১৭২-৭০২০০৩৫ ই-মেইল :tokdernews@gmail.com