অনলাইনডেস্ক:- রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির ইভিএমকে বিতর্কিত করার চেষ্টা করছেন।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেছেন,জাতীয় পার্টির(জাপা)প্রার্থী ইভিএমকে বিতর্কিত করার চেষ্টা করছেন।মঙ্গলবার ২৪ নম্বর ওয়ার্ডের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি।ইভিএমের ত্রুটির কারণে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা প্রথম দফায় ভোট দিতে পারেননি-এমন অভিযোগ উঠলে রিটার্নিং কর্মকর্তা বলেন,তার এমন অভিযোগ জানার পর প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি।সেখানে ইভিএমের কোনো ত্রুটি ছিল না।একজন ভোটার ভোট দিচ্ছিলেন।তাকে একটু অপেক্ষা করতে বলা হয়েছিল।কিন্তু তিনি তা না করে ইভিএম ও নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছেন।ইভিএমের কোনো ত্রুটি নেই।
তিনি আরও বলেন,কিছু ভোটারের হাতের আঙুল পরিষ্কার না থাকায় ফিঙ্গার প্রিন্ট মিলছিল না।তাদের হাত পরিষ্কার করার নির্দেশ দেওয়া হচ্ছে।এর আগে সকাল পৌনে ৯টায় আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাাফিজার রহমান মোস্তফা।
এসময় ইভিএমে ত্রুটির কথা জানিয়ে তিনি বলেন, ইভিএমের ত্রুটির কারণে প্রথম দফায় ভোট দিতে পারিনি। দ্বিতীয়বারের চেষ্টায় ভোট দিয়েছেন।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।