অনলাইন ডেস্ক:- বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের সুমাইয়া জাহান বিথী(১৯)নামে এক কিশোরী নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়েছে বলে জানা গেছে।বর্তমানে তার নাম তাহাসিন ইসলাম।আজ বুধবার বিকেলে বিষয়টি জানা জানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চ্যল্যের সৃষ্টি হয়।
জানা যায়,বিথী মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের কুমারিয়াজোলা গ্রামের সিদ্দিক মোল্লার মেয়ে,সে পাচগাঁও এম,এম মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২১-সালে মাধ্যমিক পাস করার পর একই উপজেলার মা-বাবার ঋণ কলেজে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত।
এ বিষয়ে বিথীর মামা মিল্টন তোকদার নিউজ কে বলেন,বিথী জন্ম থেকেই ছেলে কিন্তু ওর লিঙ্গ অনেক ছোট ছিল।তার বাবা মা বিষয়টি তেমন গুরুত দেয় নাই।পরে আমরা বিষয়টি জানার পর ভারতে চিকিৎসার জন্য নিয়ে যাই এবং চিকিৎসা করাই।তখন ডাক্তার বলে হরমোনের কারণে ওর লিঙ্গ ছোট তবে এটা আস্তে আস্তে বড় হবে।গত ১৯ডিসেম্বর দুই দিন আগে সুমাইয়ার লিঙ্গ কিছুটা বৃদ্ধি পায় এবং সে এখন পুরোপুরি পুরুষে পরিনত হয়েছে।আমরা তার নাম পরিবর্তন করে তাহাসিন ইসলাম রেখেছি।
এ বিষয়ে বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা.জালাল উদ্দিন বলেন,হরমোনের কারণে এমন হতে পারে।এটা এর আগেও অনেক হয়েছে বলে আমি জানি।তবে তাকে না দেখে আমি কিছু বলতে পারব না।
© All rights Reserved © 2022 ★★
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি www.tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে অনলাইন নিউজ পোর্টালটি তার কার্যক্রম শুরু করেছে,www.tokdernews.com 2020সাল থেকে অত্যন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রিয়েল টাইম নিউজ আপডেট প্রদান করেছে।এটি পূর্ববর্তী সংবাদের সংরক্ষণাগার এবং নির্দিষ্ট সংবাদ আইটেমগুলির মুদ্রণের সুবিধাও প্রদান করে।অনলাইন নিউজ পোর্টাল থেকে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ এবং সারা বিশ্বের সর্বশেষ খবর এবং শীর্ষ ব্রেকিং শিরোনামগুলি সহজেই খুঁজে পেতে পারেন।www.okdernews.com বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল,বিনোদন, জীবনধারা,বিশেষ প্রতিবেদন,LIVE TV,রাজনীতি,অর্থনীতি, সংস্কৃতি,শিক্ষা,তথ্য প্রযুক্তি,স্বাস্থ্য,খেলাধুলা, কলাম এবং বৈশিষ্ট্য সহ 25/10 আপডেট করছে।সংবাদ ভিত্তিক সাইটটি দেশের ঐতিহ্যবাহী সংবাদপত্রের সমস্ত উপাদান দিয়ে সমৃদ্ধ।অনলাইন নিউজ পোর্টালের জন্য একদল তরুণ সাংবাদিক কাজ করছেন।www.tokdernews.com সারা বিশ্বের বাংলা ভাষার মানুষের সাথে সেতুবন্ধন তৈরি করার চেষ্টা করছে এবং দেশের অনলাইন নিউজ পোর্টালে একটি নতুন মাত্রা তৈরি করতে চায়।