অনলাইনডেস্ক:- বিশ্বকাপের ফুটবল হল পূর্ণ মেসির হাতে সোনালি ট্রফি আর্জেন্টিনার ফুটবলে সবশেষ বৃষ্টি নামিয়েছিলেন দিয়াগো ম্যারাডোন।১৯৮৬সালের বিশ্বকাপে তার হ্যান্ড অব গড আর গোল অব দ্য সেঞ্চুরি দুটোই এখনো আর্জেন্টাইনদের গর্ব করার বিষয়।
অনেক দিন সেই গর্বে,সেই গল্পে আর কোনো নতুক পালক যুক্ত করতে পারেনি কেউ।সবাই ছিলেন অপেক্ষায় আবার মেসির হাতেই আসবে সেই সুদিন।ম্যারাডোনাও গ্যালারিতে বসে সেই অসাধ্য সাধনে মেসিদের অনেক অনুপ্রেরণা দিয়েছেন।
ম্যারাডোনা এই সুখের দিন দেখে যেতে পারেননি বরং ২০১৪সালে ফাইনাল হারের বেদনার দিন দেখে গেছেন ফুটবল ঈশ্বর।তবুও হয়তো তার প্রার্থণা হয়েছে পূর্ণ।
নায়ক ম্যারাডোনার প্রস্থানের পরের বিশ্বকাপটাই নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা।মহানায়ক হয়েছেন মেসি। দিয়েছেন সোনালি ট্রফিতে আবেশি চুম্বন।নিশ্চয়ই এমন দৃশ্য ওপার থেকে দারুণ উপভোগ করছে ম্যারাডোনা। বাহবাও হয়তো দিচ্ছেন হাততালিতে।নিশ্চয়ই হয়েছেন দারুণ খুুশি।