প্রথম সংসদ অধিবেশন নতুন বছরে ৫ জানুয়ারি

প্রথম সংসদ অধিবেশন নতুন বছরে ৫ জানুয়ারি

অনলাইনডেস্ক:- শুরু হচ্ছে প্রথম সংসদ অধিবেশন নতুন বছরে ৫জানুয়ারি।নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন (২১তম)আগামী ৫জানুয়ারি বসবে।ওইদিন বিকাল ৪টায় অধিবেশনের বৈঠক আহ্বান করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সংবিধানের ৭২নম্বর অনুচ্ছেদের(১)দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন বলে আজ সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এর আগে গত ৬নভেম্বর সংসদের ২০তম অধিবেশন সমাপ্ত হয়।একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার সাংবিধানিক বাধ্য-বাধকতা রয়েছে।

নিয়ম অনুযায়ী অধিবেশনের শুরুর দিন রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদে ভাষণ দেবেন।এরপর সংসদ সদস্যরা অধিবেশনজুড়ে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করবেন সরকার ও বিরোধীদলীয় সদস্যরা। বছরের প্রথম অধিবেশনের শুরুর দিনে সংসদ ভবনে আগমনে ফুল দিয়ে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানানো হবে।

এর আগে একাদশ সংসদের ২০তম অধিবেশন গত ৩০ অক্টোবর শুরু হয়।মাত্র ৬কার্যদিবসের এ অধিবেশনে ৪টি বিল পাস হয়।অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য প্রাপ্ত ৪৪টি প্রশ্নের মধ্যে ১৮টির উত্তর দেন প্রধানমন্ত্রী।অন্য মন্ত্রীদের জন্য এক হাজার ১৩টি প্রশ্ন পাওয়া যায়,যার মধ্যে তারা উত্তর দেন ৪৩৯টির।

বিধি-৬২তে একটি মুলতবি প্রস্তাব পাওয়া গেলেও তা নাকচ করেন স্পিকার।বিধি-৭১এ মনোযোগ আকর্ষণের ৯১টি নোটিশ পাওয়া যায়।