সেমিফাইনালে আর্জেন্টিনা নেদারল্যান্ডকে কাঁদিয়ে

সেমিফাইনালে আর্জেন্টিনা নেদারল্যান্ডকে কাঁদিয়ে

অনলাইনডেস্ক:- আবারও বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার পথে এগিয়ে ছিল আর্জেন্টিনা।লিওনেল মেসিরা আর মিনিট খানেক পরই উৎসব করবে এমন সময় ঘটে নাটকীয় ঘটনা।২-১গোলে এগিয়ে থেকে মেসিদের শেষ চারে যাওয়ার ঠিক একটু আগে ফ্রিকিকে দুর্দান্ত ও অবিশ্বাস্য গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নেন ওউট উইঘর্স্ট।নেদারল্যান্ডসের হয়ে দুটি গোলই করেন ওউট উইঘর্স্ট।এর আগে প্রথমার্ধে আর্জেন্টিনাকে এগিয়ে নেন ন্যাহুয়েল মলিনা।আর বিরতির পার পেনাল্টি থেকে গোল করেন মেসি।ম্যাচের ৮৩মিনিটে হেডে গোল করে ব্যবধান কমানোর পাশাপাশি ৯০+১১মিনিটে গোল করে স্কোর সমান করেন।আর ম্যাচ শেষের বাঁশি বাজান রেফারি।পরে অতিরিক্ত ৩০মিনিটের খেলা শুরু হয়েছে।

রাত ১টায় দোহার লুসাইল স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আক্রমণ করে দুই দল।ম্যাচের ৩৫মিনিটে লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে ডিফেন্ডার মানিলার গোলে এগিয়ে যায় দুই বারের চ্যাম্পিয়নরা।আন্তর্জাতিক ফুটবলে এটি মালিনার প্রথম গোল।

১-০গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।ফিরে এসে গোল শোধে মরিয়া হয় ডাচরা।কিন্তু না পেরে উল্টো ৭১মিনিটে বক্সের মধ্যে আকুনাকে ফাউল করেন ডেঞ্জিল ডামফ্রিস।পেনাল্টি পায় আর্জেন্টিনা।এ বার গোল করতে ভুল করেননি মেসি।গোলরক্ষকের বাঁ দিক দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি।ফলে২-০এগিয়ে যায় আর্জেন্টিনা।কিন্তু সেটা আর থাকেনি।