সুত্র:অনলাইনডেস্ক:-ব্যয় সংকোচন নীতির কারণে নতুন দু’টি বিভাগ পদ্মা ও মেঘনা গঠনের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে সরকার।প্রধানমন্ত্রীর কার্যালয়ে রবিবার অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির(নিকার) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিষয়টি নিশ্চিত করেছেন,নিকার সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক।তিনি সাংবাদিকদের বলেন,এখন যেহেতু আমরা সাশ্রয় করছি,এখন দু’টো বিভাগ করতে গেলে অনেক খরচ হবে,এ কারণে আপাতত এটাকে স্থগিত করা হয়েছে।প্রস্তাব অনুযায়ী ঢাকা বিভাগ থেকে ফরিদপুর,মাদারীপুর,শরীয়তপুর,গো
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।