অনলাইন ডেস্ক:- ১০ডিসেম্বর ঢাকার গণসমাবেশ কোথায় হবে-এমন প্রশ্নের জবাবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সমানে আমরা অনুমতি চেয়েছি।সেখানেই আমরা সমাবেশ করবো।তারা(সরকার)যদি অপারগ হয় তা হলেও করবো।অনুমতি দিলেও করবো,না দিলেও করবো।অনুমতির অপেক্ষা করবো না।মনে রাখতে হবে এ দেশটা আমাদের সবার।
ঢাকা জেলা বিএনপির নতুন কমিটির সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গয়েশ্বর সেখানে যান।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান,আবুল খায়ের ভূঁইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী,ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডা.দেওয়ান সালাউদ্দিন বাবু, নতুন কমিটির সহসভাপতি খন্দকার মাঈনুল ইসলাম বিল্টু,যুগ্ম মহাসচিব শামসুল ইসলাম,কেরানীগঞ্জ দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন,প্রয়াত জিয়াউর রহমান একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।তিনি গণতন্ত্রে বিশ্বাস করতেন,সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করতেন,ভোটাধিকার ও আইনের শাসনের বিশ্বাস করতেন।আমরা দেখছি, দেশে এসব কিছুই নেই।