অনলাইন ডেস্ক:- কাতার বিশ্বকাপে ডেনমার্ক নিজেদের প্রথম ম্যাচে প্রাধান্য বিস্তার করলেও শেষ পর্যন্ত রুখে দিলো তিউনিসিয়া।দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে গতকাল‘ডি’গ্রুপের ম্যাচে গত ইউরো সেমিফাইনালিস্ট ডেনমার্ক গোলশূন্য সমতায় ম্যাচ শেষ করে আফ্রিকার দেশ তিউনিসিয়া বিপক্ষে।ম্যাচের ৬০ভাগই বল দখলে ছিল ডেনমার্কের।প্রথমার্ধে বেশ কয়েকটি আক্রমণও করেছিল এরিকসেন-কাসপার ডোলবার্গরা।
সেই আক্রমণ ব্যর্থতায় রূপ নেয়।গোল আদায় করতে পারেনি। প্রথমার্ধের দুই মিনিট আগে গোল হজম করতে বসেছিল ড্যানিশরা।গোলরক্ষক দুর্দান্ত সেভ না করলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হতো তাদের।মাঝমাঠ থেকে আসা বলটি পেয়েই জেবালি গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল তুলে দেয়া বলে গোলরক্ষক কাসপার সিমিচেন কোনো মতে হাতে ঠেকিয়ে কর্নারের মাধ্যমে রক্ষা করেন।
ম্যাচের শেষ দুই মিনিটে ডেনমার্ক দুইবার বল নিয়ে তিউনিসিয়ার রক্ষণে ঢুকে সুযোগ তৈরির চেষ্টা চালালেও তিউনিসিয়ার ডিফেন্ডাররা তা প্রতিহত করতে সক্ষম হয়েছে।দ্বিতীয়ার্ধে ডেনমার্ক আক্রমণের ধার বাড়ালেও সব চেষ্টা থেমে যায় তিউনিসিয়ার রক্ষণে এসে।গোল আদায়ে একের পর এক ব্যর্থতায় রক্ষণের খেলোয়াড় বসিয়ে আক্রমণভাগের খেলোয়াড় ম্যাথিয়াস জেনসেনকে মাঠে নামান।এরিকসেনের সাথে বল দেয়া-নেয়া করে বার দুয়েক তিউনিসিয়ার রক্ষণে আতঙ্ক ছড়িয়েছিলেন জেনসেন।কিন্তু তাতেও কোনো সুফল পেল না ড্যানিশরা।শেষ দিকে আপ্রাণ চেষ্টার পর ডেনমার্কের ৩পয়েন্ট নিয়ে ফিরতে চাওয়া ম্যাচে এক পয়েন্ট ছিনিয়ে নিয়েই মাঠ ছাড়ে আফ্রিকার দেশ তিউনিসিয়া।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।