অনলাইন ডেস্ক:- কাতার বিশ্বকাপের চতুর্থ দিনের দ্বিতীয় ম্যাচে চারবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে গুঁড়িয়ে দিয়েছে জাপান।১-২গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এশিয়ার এই পরাশক্তি।
বুধবার বাংলাদেশ সময় রাত ৭টায় খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামে দুদল।
ম্যাচে দ্বিতীর্ধে নেমে চমক দেখায় জাপান।ম্যাচের ৭৫ ও ৮৩মিনিটে দুটি গোল করে এগিয়ে যায় জাপান।দুই ফরওয়ার্ড রিৎসু দোয়ান ও টাকুমা সিট গোল দুটি করেন।
এর আগে ম্যাচের ৩৩মিনিটের মাথায় পেনাল্টি থেকে এ গোল পায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।এছাড়া এ সময়ের মধ্যেই জাপান শিবিরে ৭টি শট নেয় জার্মানি এর মধ্যে দুটি ছিল অন টার্গেট।মাঠে জার্মান দাপটে ম্যাচের ৩৩মিনিটে একটি শটও নিতে পারেনি জাপান।
এদিকে প্রথমার্ধের অতিরিক্ত ৫মিনিটের মাথায় জাপানের জালের আরেকটি বল পাঠালেও অফসাইডের খড়গে বাতিল হয়ে যায় গোলটি।কাই হাভার্টেজ অফসাইড হলে ব্যার্থ হয় জার্মান ফরওয়ার্ড সার্জে গ্নাব্রের চেষ্টা।ভিআর সিদ্ধান্তে গোলটি বাতিল করেন ম্যাচ রেফারি।এতে ১-০ ব্যবধানে বিরতিতে যায় দুদল।
১৯৫৪,১৯৭৪,২০০৬এবং ২০১৪সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি।এবারও খেতাব জেতার অন্যতম দাবিদার তারা।
★প্রকাশক:-মোঃমোশারফ হোসেন তোকদার।
★উপদেষ্টা:-বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃটিপু মুন্সি,এমপি মাননীয় বাণিজ্য মন্ত্রী,বাণিজ্য মন্ত্রনালয়।
★সম্পাদক:-মোঃআব্দুল্লা আল্ মাহমুদ মিলন,সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ পীরগাছা উপজেলা,রংপুর বিভাগ।
★ব্যবস্থাপনা পরিচালক:-মোঃএম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
★বার্তা সম্পাদক:-মোঃরফিকুল ইসলাম লাভলু।
© All rights Reserved © 2022 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।