প্রথমার্ধে ইরানকে হারালো ৩ গোলে ইংল্যান্ড

প্রথমার্ধে ইরানকে হারালো ৩ গোলে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক:- কাতার বিশ্বকাপে নিজেদের ফেভারিট মেনেই মাঠে নেমেছে ইংল্যান্ড।মাঠে নেমেই নিজেদের ফেভারিট মনে করার প্রমাণও দিয়েছেন ফুটবলাররা।ইরানকে ৩গোল দিয়ে বিরতিতে যায় ইংলিশরা।আজ দিনের প্রথম ম্যাচে আল রাইয়ানের খলিফা স্টেডিয়ামে এশিয়ান টিম ইরানের মুখোমুখি হয় ইংল্যান্ড।তুলনামূলক দুর্বল হলেও ইরানকে কোনোই ছাড় দেয়নি ইংল্যান্ড।প্রথম ৩৫মিনিট ইরানের ডিফেন্স ভাঙতে পারেনি ইংল্যান্ড।৩৫তম মিনিটে দুর্দান্ত হেডে ইরানের গোলের তালা খোলেন জুড বেলিংহ্যাম।৪৩মিনিটে দ্বিতীয় গোল করেন বুকায়ো সাকা এবং ৪৫তম মিনিটে তৃতীয় গোল করেন রাহিম স্টার্লিং।গোলরক্ষক আলিরেজা বেইরানভান্ড আহত হলে খেলা নষ্ট হয় প্রায় ১৪মিনিট।প্রথমার্ধ শেষ হওয়ার পর এই ১৪মিনিটকে ইনজুরি টাইম হিসেবে গণ্য করা হয়।

খেলার শুরুর দিকে সতীর্থ ফুটবলারের সঙ্গে ধাক্কা থেয়ে চোটাক্রান্ত হয়ে মাঠ ছাড়েন ইরানের গোলরক্ষক আলিরেজা।তার পরিবর্তে হোসেন হোসেইনি ওয়ার্ম আপ করে মাঠে নামেন।এত বড় মঞ্চে তার অবশ্য সেভাবে খেলার অভিজ্ঞতা নেই।যে কারণে ১৫মিনিটেই ৩গোল খেয়ে বসে ইরান।
ইরান:- আলিরেজা বেইরানবন্দ,সাদগে মহারামি,মোর্তেজা পৌরালিগাঞ্জি,জালাল হোসেইনি,মিলাদ মহাম্মেদি,আহমেদ নৌরালাহি,সইদ ইজাতোলাহি,এহসান হজসাফি,আলিরেজা জাহানবখস,মেহদি তারেমি এবং বাহিদ আমিরি।
কোচ:-কার্লোস কুইরোজ।
ইংল্যান্ড:- জর্ডন পিকফোর্ড,কাইরান ট্রিপিয়ার,হ্যারি ম্যাগুয়ের,জন স্টোনস,লুকশ,ডেক্লান রাইস,ফিল ফোডেন,জুড বেলিংহ্যাম,বুকাও সাকা,রহিম স্টার্লিং এবং হ্যারি কেন।
কোচ:-গ্যারি সাউথগেট।