প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ৩:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২২, ২:২৮ এ.এম
বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিক কাতারকে ২-০ গোলে হারাল ইকুয়েডর
অনলাইন ডেস্ক:- ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিক কাতারকে ২-০ গোলে হারিয়েছে ইকুয়েডর।
মধ্যপ্রাচ্যের প্রথম বিশ্বকাপের শুরুর তৃতীয় মিনিটেই প্রতিপক্ষ স্বাগতিক কাতারের জালে বল পাঠায় ইকুয়েডর।তবে অফসাইডের মারপ্যাচে সে গোলটা হয়নি।
কিন্তু গোল পেতে ইকুয়েডরকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।১৬তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ভালেন্সিয়া।আর এভাবেই তিনি মরুর বুকের প্রথম বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে জায়গা করে নেন ইতিহাসের পাতায়।
ম্যাচের ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইকুয়েডর। গোলদাতা সেই ভ্যালেন্সিয়াই।এঙ্গোলো প্রেসিয়াডোর পাস থেকে গোলটি করেন তিনি।
২-০গোলের লিড নিয়েই প্রথমার্ধের খেলা শেষ করে ইকুয়েডর।বিরতির পরও আধিপত্য ধরে রাখে লাতিন আমেরিকার দলটি।
তবে খেলার শেষার্ধে আর গোলের দেখা পায়নি ইকুয়েডর।নির্ধারিত সময় শেষে ২-০গোলের জয় নিয়েই তাদের মাঠ ছাড়তে হয়েছে।
অফিস কার্যালয়ঃ- মেসার্স তোকদার বস্ত্রালয়--প্রেসক্লাব পীরগাছা,উপজেলা:-পীরগাছা,জেলা:-রংপুর। মোবাইল:০১৭১-০৮৭০৪২০,০১৭২-৭০২০০৩৫ ই-মেইল :tokdernews@gmail.com