প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৩:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২২, ৭:৩৯ পি.এম
অবসরে গেলে মেসির বড্ড অন্যায় হবে
অনলাইন ডেস্ক:- লিওনেল মেসিকে বিচার করতে আর ফুটবল বিশ্বকাপের দরকার পড়ে না।তিনি অনেক আগেই এই কাপের মূল্যমান বা মানদণ্ডকে ছাড়িয়ে গেছেন।
অনেকেই তো তাই বলে থাকেন,মেসি বিশ্বকাপ না জিতলে তাতে তার কোনো ক্ষতি হবে না বরং বিশ্বকাপের বুকেই লেগে থাকবে এক অপূর্ণতার দাগ।
অনেকেই বলছেন এবারই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা খেলে ফেলছেন ফুটবলের বিশ্বের এই মহাতারকা।মেসি নিজেও সেই কথাই বলেছেন।তবে প্রশ্ন,মেসি কী এবার বিশ্বকাপটা পাবেন নাকি একরকম অপূর্ণতা নিয়েই শেষ করবেন তার ক্যারিয়ারের এই মহামিশন?
স্পেনের কোচ লুইস এনরিকে তো সরাসরি বলেই দিয়েছেন,যদি স্পেন বিশ্বকাপ নাও জিততে পারে তারপরও আর্জেন্টিনার মেসির জন্য হলেও বিশ্বকাপ জেতা উচিত।তার মতে,বিশ্বকাপ না জিতে যদি মেসি অবসরে যান সেটা বড্ড অন্যায় হয়ে যাবে।
কেবল এনরিকে নয় আরও অনেকের মতও তেমনই। কেউ কেউ তো মনে করেন ফুটবলের কাছে লিওনেল মেসির একটি বিশ্বকাপ পাওনা আছে।
অফিস কার্যালয়ঃ- মেসার্স তোকদার বস্ত্রালয়--প্রেসক্লাব পীরগাছা,উপজেলা:-পীরগাছা,জেলা:-রংপুর। মোবাইল:০১৭১-০৮৭০৪২০,০১৭২-৭০২০০৩৫ ই-মেইল :tokdernews@gmail.com