প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১০:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২২, ২:৫৩ পি.এম
চীনা নাগরিকসহ ছয়জনের কারাদণ্ড অর্থ আত্মসাতে অভিযোগে
অনলাইন ডেস্ক:- একটি বেসরকারি ব্যাংকের অর্থ আত্মসাতের দায়ে এক চীনা নাগরিকসহ ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন পলাতক রয়েছেন।তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেন এ রায় দেন।
আদালত সিনফা নিটার্স লিমিটেডের চেয়ারম্যান চীনা নাগরিক ইয়াং ওয়াং চুংকে ১৩বছর এবং কোম্পানিটির পরিচালক খসরু আল রহমানকেও ১৩বছরের কারাদণ্ড দেন।এছাড়াও ১০বছর করে কারাদণ্ড পেয়েছেন কোম্পানিটির পরিচালক মনসুরুল হক ও গোলাম মোস্তফা।
এছাড়া ব্যাংকটির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল ওয়াদুদ খান ও ভাইস প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চৌধুরীকে ছয় বছর করে কারাদণ্ড হয়েছে।
কারাদণ্ড পাওয়া আসামিদের মধ্যে ওয়াদুদ ও শাহাবুদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।বাকি চারজন পলাতক।তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
জানা যায়,জালিয়াতির মাধ্যমে একটি বেসরকারি ব্যাংকের ২কোটি ৫৯লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৭সালে ১৭জানুয়ারি রাজধানীর মতিঝিল থানায় মামলা করে দুদক।
মামলাটি তদন্ত করে ২০১৮সালের ২৪জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।২০১৯সালের ১৮ সেপ্টেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।মামলার শুনানিতে দুদকের পক্ষ থেকে ১৩ জন সাক্ষীর মধ্যে ১১জনকে আদালতে হাজির করা হয়।
অফিস কার্যালয়ঃ- মেসার্স তোকদার বস্ত্রালয়--প্রেসক্লাব পীরগাছা,উপজেলা:-পীরগাছা,জেলা:-রংপুর। মোবাইল:০১৭১-০৮৭০৪২০,০১৭২-৭০২০০৩৫ ই-মেইল :tokdernews@gmail.com