অনলাইন ডেস্ক:- পদ্মা সেতু নিয়ে অপপ্রচার চালানোর কারণে বিএনপিকে জাতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়ে পদ্মা সেতুতে ওঠা প্রয়োজন ছিল বলে মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন,ফরিদপুরের সমাবেশ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লজ্জা শরম না থাকায় চুপিসারে পদ্মা সেতুর ওপর দিয়ে এসেছেন।তবে পদ্মা সেতু সবার জন্যই প্রধানমন্ত্রী,আওয়ামী লীগ সরকার নির্মাণ করেছেন।
সোমবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব জলবায়ু সম্মেলনে(কপ-২৭)অংশগ্রহণ শেষে দেশে ফিরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন,মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের লজ্জা নেই।অবশ্য পদ্মা সেতু সবার জন্য বানানো হয়েছে।লজ্জা যদি থাকতো পদ্মা সেতুতে ওঠার আগে তাদের বলা উচিত ছিল-পদ্মা সেতু নিয়ে আমরা যে অপপ্রচার করেছি তার জন্য জাতির কাছে,জননেত্রী শেখ হাসিনার কাছে ক্ষমাপ্রার্থী।ক্ষমা চেয়ে পদ্মা সেতুতে ওঠা প্রয়োজন ছিল।লজ্জা শরম নেই সে জন্য চুপিসারে পদ্মা সেতুর ওপর দিয়ে এসেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড.হাছান বলেন, বিএনপি আজ প্রায় ১৪বছর ধরে বলে আসছে সরকারের পতন ঘটাবে এবং পতন না ঘটলে তারা ঘরে ফিরে যাবে না।অবশ্য প্রত্যেকটা সমাবেশের পর তারা ঘরেই ফিরে যায়।তারা যতই দাবি করছে,এতে একটা লাভ হচ্ছে আমাদের,আমাদের কর্মীরা চাঙ্গা হচ্ছে। আওয়ামী লীগের কর্মীদের একটা গুণ হচ্ছে কেউ যদি খোঁচা দেয় তখন ঐক্যবদ্ধ হয়ে উজ্জীবিত হয়।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।