অনলাইন ডেস্ক:- শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক কৃষকের ৯৬শতাংশ জমিতে রোপণ করা সবজি বাগানের বিভিন্ন গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।সোমবার দুপুরে এ ঘটনায় জাজিরা থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক মো:ফারুক বেপারী।তিনি উপজেলার বিলাসপুর ইউনিয়ন এলাকার মুলাই বেপারী কান্দি গ্রামের কৃষক।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার দায়িত্বরত ডিউটি অফিসার উপ-সহকারী পুলিশ-পরিদর্শক(এএসআই)বেলাল হোসাইন।
অভিযোগ সূত্রে জানা যায়,তার নিজস্ব ক্রয়কৃত ৯৬ শতাংশ জমিতে তিনি একটি পুকুর করে তার পাড়ে লাউ, সিম,বেগুন ও ঢেঁড়শসহ প্রায় ৮-১০প্রকৃতির সবজির চাষ করেন।সোমবার দিবাগত রাতে সেই সবজি গাছগুলো গোড়া থেকে কেটে দেয় দুর্বৃত্তরা।এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
ভুক্তভোগী কৃষক মো:ফারুক বেপারী জানান,আমি অনেক আশা করে এই ফসলগুলোর চাষাবাদ করেছিলাম।আমার গাছগুলো শত্রুতা করে এভাবে কেটে ফেলে আমাকে শেষ করে দিলো।
জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জামাল হোসাইন জানান,আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত গাছগুলো দেখেছি।আমরা ক্ষতিগ্রস্ত কৃষক মো. ফারুক বেপারীকে কিছু প্রণোদনা বা প্রদর্শনী দিয়ে সহযোগিতা করে তার পাশে থাকবো।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজুর রহমান জানান,আমরা সবজি গাছ-গাছালি কাটা সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।