ব্যারিস্টার খোকন বলেন জনগণ এই সরকারের এখনই পদত্যাগ চায়
অনলাইন ডেস্ক:- আগামী ৩১ডিসেম্বর সরকারের শেষ সময় এমন হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, জনগণ এই সরকারের এখনই পদত্যাগ চায়।১৪বছর দেশ চালাইছেন,অনেক উন্নয়ন করেছেন।এখন দুর্ভিক্ষের কথা বলছেন।আমাদের দুর্ভিক্ষের দরকার নেই।দাবি করছি, আগামী ৩১ডিসেম্বর লাস্ট টাইম।দয়া করে ২০২২সালের মধ্যে ক্ষমতা থেকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন।
শনিবার ফরিদপুরে আবদুল আজিজ ইনস্টিটিউট চত্বরে বিএনপির গণসমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার খোকন বলেন,আগামী ২০২৩সালে দুর্ভিক্ষের কথা বলছেন,১৯৭৪সালেও দুর্ভিক্ষ হয়েছিল।মানুষ ক্ষুধার জ্বালায় কচু খেয়েছে,মরা মুরগি খেয়েছে,বাস থেকে যাত্রী গুম করেছে।শেখ হাসিনা আপনি ব্যর্থ।
পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে বেলা ১১টায় ফরিদপুর গণসমাবেশ শুরু হয়।কোরআন তেলওয়াত করেন ফরিদপুর ওলামা দলের আহ্বায়ক হাফেজ মওলানা কবির হোসেন।গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।